আফতাবকে ফোন দিল কে, খোঁজে কারাকর্তারা

উল্লেখ্য, কী ভাবে আফতাবের সেলে মোবাইল পৌঁছল, তা নিয়ে গত কয়েক দিনে কারাকর্তারা একাধিক বার বৈঠকে বসলেও উত্তর মেলেনি। এক কর্তা জানান, দ্রুত জেলে মোবাইল ঢোকার উৎস খুঁজে বের করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৯
Share:

আফতাব আনসারি

মার্কিন তথ্যকেন্দ্রে জঙ্গি হামলায় অভিযুক্ত আফতাব আনসারির সেলে কোন পথে মোবাইল বা অন্য সামগ্রী এল, তা খতিয়ে দেখার পরেই আফতাবের জেল-বদলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কারা দফতর। রবিবার কারা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বক্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। এ দিন তিনি জানান, আলিপুর সংশোধনাগারে কোন পথে অথবা কী ভাবে আফতাবের কাছে মোবাইল পৌঁছল, তা দেখার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

উল্লেখ্য, কী ভাবে আফতাবের সেলে মোবাইল পৌঁছল, তা নিয়ে গত কয়েক দিনে কারাকর্তারা একাধিক বার বৈঠকে বসলেও উত্তর মেলেনি। এক কর্তা জানান, দ্রুত জেলে মোবাইল ঢোকার উৎস খুঁজে বের করা হবে।

মার্কিন তথ্যকেন্দ্রে হামলায় অভিযুক্ত তথা আফতাবের সঙ্গী জামিলউদ্দিন নাসিরকে আলিপুর সংশোধনাগারে নিয়ে যাওয়া হলেও অন্য সেলে রাখা হয়েছে। তবে আফতাবের সেলে বাড়তি নজরদারির কথা মানতে নারাজ কারাকর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন