সাফাইয়ে কলকাতাই মডেল কানপুরের

রাজনৈতিক লড়াইয়ে এখন দুই মেরুতে বিজেপি ও তৃণমূল। অথচ, কানপুর শহরের বিজেপি শাসিত পুরবোর্ডের মেয়রের মুখে তাঁদের পুরসভার কাজের প্রশংসা শুনে ‘বিস্মিত’ কলকাতার শাসক দলের একাধিক কাউন্সিলর ও অফিসার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০১:৪১
Share:

ফাইল চিত্র।

জঞ্জাল অপসারণে ভাল কাজ করছে কলকাতা পুর প্রশাসন। তেমনই খবর পৌঁছেছে উত্তরপ্রদেশের কানপুরে। সরেজমিন সেই কাজ দেখতে সশরীরে কলকাতায় এলেন কানপুরের মেয়র তথা বিজেপি নেত্রী প্রমীলা পাণ্ডে। বললেন, ‘‘কানপুরের জঞ্জাল অপসারণের কাজে আরও উন্নতি করা দরকার। শুনেছি, এ নিয়ে কলকাতা পুরসভা ভাল কাজ করছে। তাই দেখতে এলাম।’’

Advertisement

রাজনৈতিক লড়াইয়ে এখন দুই মেরুতে বিজেপি ও তৃণমূল। অথচ, কানপুর শহরের বিজেপি শাসিত পুরবোর্ডের মেয়রের মুখে তাঁদের পুরসভার কাজের প্রশংসা শুনে ‘বিস্মিত’ কলকাতার শাসক দলের একাধিক কাউন্সিলর ও অফিসার।

নবি মুম্বই পুরসভার কাউন্সিলরদের একটি দল মঙ্গলবারই কলকাতার উন্নয়ন নিয়ে বেশ প্রশংসা করে গিয়েছেন। একমাত্র কালীঘাট মন্দির এলাকায় প্রকাশ্যে প্রস্রাব করা নিয়ে তাঁদের খারাপ লাগার কথাও জানিয়ে গিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। তার এক দিন পরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের একটি শহরের মেয়রের মুখে ফের কলকাতার প্রশংসা শুনে উৎসাহিত পুরবোর্ডের একাধিক কর্তা।

Advertisement

এ দিন দুপুরেই তাঁর দফতরের একাধিক অফিসারকে নিয়ে পুর ভবনে আসেন প্রমীলাদেবী। ওই কর্তারাই জানান, কলকাতায় জঞ্জাল অপসারণে কম্প্যাক্টর মেশিন বসিয়ে ভাল কাজ হচ্ছে বলে খবর পেয়েছেন তাঁরা। কী ভাবে কম্প্যাক্টর কাজ করছে, মেকানিক্যাল সুইপারই (মেশিন) বা কেমন ভাবে কাজ করছে— তা দেখতেই তাঁদের কলকাতায় আসা। শহরে কী ভাবে জঞ্জাল অপসারণের কাজ হচ্ছে, তা দেখাতে ওই দফতরের দুই অফিসারকে তাঁদের সঙ্গে পাঠানো হয়। পরে প্রমীলাদেবী জানান, কম্প্যাক্টরের প্রয়োগ কানপুরেও করতে চান তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement