গর্তে পড়ে শিশুর মৃত্যু পার্ক স্ট্রিটে

গর্তে পড়ে মৃত্যু হল সাত বছরের একটি শিশুর। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পার্ক স্ট্রিটের কলিন লেনের ঘটনা। মৃত শিশুর নাম মহম্মদ আব্দুল রহমান খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ১৫:৩২
Share:

এই গর্তের পড়েই মৃত্যু হয়েছে শিশুর।

গর্তে পড়ে মৃত্যু হল সাত বছরের একটি শিশুর। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পার্ক স্ট্রিটের কলিন লেনের ঘটনা।

Advertisement

মৃত শিশুর নাম মহম্মদ আব্দুল রহমান খান। স্থানীয়েরা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ স্কুলে যায় আব্দুল। এর পর সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফিরে প্রাইভেট টিচারের কাছে পড়তে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আজ টিচার না পড়ানোয় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল সে। কলিন লেনে বাড়ি তৈরির জন্য প্রায় ১০ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। সেখানেই খেলতে গিয়েছিল আব্দুল।

পাড়াপড়শিরা জানিয়েছেন, বল তুলতে গিয়ে ওই গর্তে পড়ে গিয়েই মৃত্যু হয় ওই শিশুর। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এত বড় একটা গর্ত একেবারে অরক্ষিত অবস্থায় ছিল। সেই কারণেই এত বড় একটা ঘটনা ঘটল।

Advertisement

আরও পড়ুন: নালায় পড়ার পরেই মৃত্যু হয়েছিল ভবানীপুরের প্রৌঢ়ার, দাবি গোয়েন্দাদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement