রাস্তা সারাইয়ে নয়া প্রযুক্তি

পুরসভা সূত্রের খবর, এ জন্য আইআইটি খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছে। পুরো বিষয়টি হলফনামার আকারে গত মঙ্গলবার জাতীয় পরিবেশ আদালতের কাছে জমা দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ০১:২১
Share:

এজেসি বসু রোড উড়ালপুলে ব্যবহার হচ্ছে হট মিক্স যন্ত্র। ছবি: দেশকল্যাণ চৌধুরী

পরিবেশবান্ধব প্রযুক্তিতে সারাই করতে শহরের দু’টি রাস্তাকে প্রাথমিক ভাবে বেছে নিল কলকাতা পুরসভা। প্রিন্স আনোয়ার শাহ রোড মোড় থেকে আব্দুল রসুল অ্যাভিনিউ এবং আব্দুল রসুল অ্যাভিনিউ থেকে হাজরা মোড় পর্যন্ত রাস্তা দু’টি নয়া পদ্ধতিতে মেরামত করা হবে। পুরসভা সূত্রের খবর, এ জন্য আইআইটি খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছে। পুরো বিষয়টি হলফনামার আকারে গত মঙ্গলবার জাতীয় পরিবেশ আদালতের কাছে জমা দেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, হট মিক্স প্লান্টের বদলে কোল্ড মিক্স প্লান্ট অথবা পরিবেশবান্ধব কোনও প্রযুক্তিতেই রাস্তা সারাই করতে বলেছে পরিবেশ আদালত। এই প্রক্রিয়া পুরো বদলাতে চার মাস সময় বরাদ্দ হয়েছে। এ দিকে, অতি সম্প্রতি বন্ধ থাকা পামারবাজার ও গড়াগাছার দু’টি হট মিক্স প্লান্ট ফের চালু হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রের খবর। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। পরিবেশকর্মী সুভাষ দত্ত শনিবার বলেন, ‘‘পরিবেশ আদালতের নির্দেশের কোথাও এটা বলা নেই যে হট মিক্স প্লান্ট চালু করা যাবে। ফলে হট মিক্স প্লান্টে কাজ করাই তো নিষিদ্ধ!’’

পুর কর্তৃপক্ষের বক্তব্য, ওই দু’টি হট মিক্স প্লান্ট ভাঙড় ও রাজারহাটের শিরাকোলে স্থানান্তরিত করার চেষ্টাও হচ্ছে। পুরসভা সূত্রের খবর, প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে আব্দুল রসুল অ্যাভিনিউ পর্যন্ত ১.৩০ কিমি এবং আব্দুল রসুল অ্যাভিনিউ থেকে হাজরা মোড় পর্যন্ত ২.৭০ কিমি লম্বা যে দু’টি রাস্তা নির্বাচন হয়েছে, সেগুলি পরিবেশবান্ধব পদ্ধতিতে সারাইয়ের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে। এক পুর আধিকারিকের কথায়, ‘‘পূর্ত দফতরের সঙ্গে বৈঠক হয়েছে। কারণ, ওই দু’টি জায়গার জমি পূর্ত দফতরের অধীনে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন