বাড়ি দখল, নিলাম

বিবাদী বাগ এলাকায় চারতলা একটি বাড়ি দখল করবে পুরসভা। শুক্রবার বাড়ির সামনে নোটিস টাঙায় পুর-প্রশাসন।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:১৯
Share:

বিবাদী বাগ এলাকায় চারতলা একটি বাড়ি দখল করবে পুরসভা। শুক্রবার বাড়ির সামনে নোটিস টাঙায় পুর-প্রশাসন। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ২০ হেমন্ত বসু সরণির ওই বাড়িটির সম্পত্তিকর সাড়ে ২১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বারবার নোটিসেও লাভ হয়নি। এ দিন পুরকর্তারা নোটিসে জানান, বাড়ির সব স্থাবর সম্পত্তি পুরসভা দখলে রাখছে। মেয়র জানান, বাড়িতে মালপত্রও তেমন ছিল না। আরও বলেন, ‘‘পুরসভার ইতিহাসে বাড়ি দখল আগে হয়নি। দখলের পরে তা নিলাম করবে পুর-প্রশাসন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement