KMC

পুরসভার সব পরিষেবাই অনলাইনে

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছায় অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পেতে সারা রাজ্যের পাশাপাশি কলকাতা পুরসভার প্রত্যেক বরোয় ‘বাংলা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ০৮:২৯
Share:

কলকাতা পুরসভার যাবতীয় পরিষেবা অনলাইনে। — ফাইল চিত্র।

আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতা পুরসভার যাবতীয় পরিষেবা অনলাইনের মাধ্যমে কার্যকর হবে। এবিপি গোষ্ঠী আয়োজিত ইনফোকমের মঞ্চে শনিবার এ কথা ঘোষণা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

‘স্মার্ট সিটি’ শীর্ষক বিষয়ে বলতে গিয়ে মেয়র জানান, কলকাতাকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছায় অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পেতে সারা রাজ্যের পাশাপাশি কলকাতা পুরসভার প্রত্যেক বরোয় ‘বাংলা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে। অনলাইন পরিষেবা প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘কলকাতাবাসী যাবতীয় পুর পরিষেবায় অনলাইন সুবিধা পাবেন। নাগরিকদের আর কলকাতা পুরসভায় আসতে হবে না। এর ফলে হয়রানি এবং দুর্নীতি কমবে।’’

ধাপার জঞ্জালকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অন্য কী ভাবে কাজে লাগানো যায়, তার নিরন্তর প্রয়াস চলছে বলে জানান তিনি। আগামী দু’-তিন বছরের মধ্যেই ধাপার ময়লা ফেলার জায়গাকে খেলার মাঠে পরিণত করার দাবি তোলেন তিনি। কলকাতার পাশাপাশি নিউ টাউনকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার কথা মনে করিয়ে মেয়র বলেন, ‘‘নিউ টাউনকে পরিবেশগত ভাবে সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। সেখানে যেমন প্রচুর গাছ লাগানো হয়েছে, তেমনই বিদ্যুৎচালিত যান চলাচলের সুবিধায় ২৫টি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। বৈদ্যুতিক যানবাহন বাড়লে ধোঁয়ার দূষণ কমবে।’’ নিউ টাউনের রাস্তায় সাইকেল চালানোর সুবিধাও রয়েছে। স্মার্ট সিটির ধারণা কার্যকরকরতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসার আবেদন জানান মেয়র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন