প্লাস্টিকে বিপদ কেন, স্কুলে গিয়ে বোঝাবে পুরসভা

এমনিতে এ বছর ইদ এবং বিশ্ব পরিবেশ দিবস একই দিনে পড়ে যাওয়ায়, সে দিন তেমন কোনও অনুষ্ঠান রাখছে না পুরসভা। মূল অনুষ্ঠানটি হবে শুক্রবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ০১:৪৮
Share:

ফাইল চিত্র।

প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি নিয়ে স্কুলে-স্কুলে প্রচার চালাবে কলকাতা পুরসভা। বছরভর চলবে সেই কর্মসূচি। আগামী বুধবার ‘বিশ্ব পরিবেশ দিবস’-এর আগে এমনই সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। কোন কোন স্কুলে প্রাথমিক পর্বে ওই প্রচারাভিযান চালানো হবে, সেই তালিকা তৈরি হচ্ছে বলে পুরসভা সূত্রের খবর।

Advertisement

এমনিতে এ বছর ইদ এবং বিশ্ব পরিবেশ দিবস একই দিনে পড়ে যাওয়ায়, সে দিন তেমন কোনও অনুষ্ঠান রাখছে না পুরসভা। মূল অনুষ্ঠানটি হবে শুক্রবার। পরিবেশ নিয়ে বক্তৃতা, ট্যাবলো নিয়ে মিছিল-সহ একাধিক পরিকল্পনা করা হয়েছে। গাছের চারা লাগানোর পাশাপাশি পুকুরে মাছও ছাড়া হবে বলে পুরসভা সূত্রের খবর। কেন্দ্রীয় পুর ভবনের পাশাপাশি ওই অনুষ্ঠান হবে বরোগুলিতেও।

মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার বলেন, ‘‘অন্য কর্মসূচির পাশাপাশি স্কুলে গিয়ে পড়ুয়াদের প্লাস্টিক ব্যবহার ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে চাইছি। হয়তো সকলেই বিষয়টা জানে, কিন্তু আমরা ধারাবাহিক কর্মসূচি চালাতে চাইছি।’’ এমনিতে বিচ্ছিন্ন ভাবে বা নির্দিষ্ট সময় অন্তর প্লাস্টিক বিরোধী প্রচার চালাচ্ছে পুরসভা। স্কুলে-স্কুলেও আগে চলেছে সেই প্রচার। এ বার পুরো বিষয়টাকে বছরব্যাপী একটা নির্দিষ্ট কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে বলে জানাচ্ছেন পুরকর্তাদের একাংশ।

Advertisement

একই সঙ্গে পরিবেশ সংক্রান্ত বিষয়ে এ বার পরিবেশবিদদের পরামর্শ নিতে চাইছে পুর প্রশাসন। কারণ, পরিবেশের মতো বিষয়ে কাজ করতে গেলে দক্ষ কর্মীর পাশাপাশি যে ঠিক পরামর্শ প্রয়োজন, তা স্বীকার করছে তারা। বায়ুদূষণ বা ‘আর্বান ফরেস্ট্রি’-র মতো বিষয় বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন পুরকর্তাদের একাংশ। স্বপনবাবুর কথায়, ‘‘দূষণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন। যে ভাবে দূষণ বাড়ছে, তাকে নিয়ন্ত্রণের জন্য সব স্তরে উদ্যোগ দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন