সম্পত্তি মামলার তথ্য পুর ওয়েবসাইটে

পুরসভা সূত্রের খবর, আইনি জটিলতা সংক্রান্ত সম্পত্তির তালিকা তৈরির জন্য সকল অ্যাসেসর-কালেক্টরকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাভিত্তিক সেই তালিকা রাজস্ব দফতরে জমা দিতে বলা হয়েছে। আইনি জটিলতায় জড়িয়ে পড়া কোনও অফিস, জমি-সহ সংশ্লিষ্ট সম্পত্তি কোন ওয়ার্ডে, তার অ্যাসেসি নম্বর কত, মৌজা/দাগ/খতিয়ান নম্বর কত-সহ সমস্ত তথ্য উল্লেখ করতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৩:১২
Share:

—ফাইল চিত্র।

নিজেদের অফিস, জমি-সহ যত সম্পত্তির আইনি জটিলতা সংক্রান্ত সমস্যা রয়েছে, সে সবের পূর্ণাঙ্গ তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সে কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, আইনি জটিলতা সংক্রান্ত সম্পত্তির তালিকা তৈরির জন্য সকল অ্যাসেসর-কালেক্টরকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাভিত্তিক সেই তালিকা রাজস্ব দফতরে জমা দিতে বলা হয়েছে। আইনি জটিলতায় জড়িয়ে পড়া কোনও অফিস, জমি-সহ সংশ্লিষ্ট সম্পত্তি কোন ওয়ার্ডে, তার অ্যাসেসি নম্বর কত, মৌজা/দাগ/খতিয়ান নম্বর কত-সহ সমস্ত তথ্য উল্লেখ করতে বলা হয়েছে। ওই সম্পত্তির বর্তমান মালিক হিসেবে কার নাম নথিভুক্ত রয়েছে, কী ধরনের মামলা চলছে, কোন আদালতে মামলা চলছে-সহ এমন সব তথ্যও সংগ্রহ করতে বলা হয়েছে। এই সমস্ত তথ্য সম্বলিত তালিকা তার পরে ওয়েবসাইটে ‘আপলোড’ করার সিদ্ধান্ত হয়েছে।

পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, এই কাজ সম্পূর্ণ হলে এক দিক থেকে সুবিধাই হবে। কারণ, অনেক সময়েই আইনি জটিলতায় প্রকল্পের কাজ পিছিয়ে যায়। হয়তো কোনও জমিতে কোনও প্রকল্পের কাজ শুরু হল, কিন্তু দেখা গেল জমিটি ব্যক্তিগত মালিকানাধীন। তা নিয়ে মামলা চলছে। কিন্তু পুরসভার রেকর্ডে তার কোনও উল্লেখই নেই। এর আগে একাধিক বার বিভিন্ন ওয়ার্ডের ফাঁকা জমিতে উদ্যান করতে গিয়ে এই ঝামেলায় জড়িয়ে পড়তে হয়েছে পুর কর্তৃপক্ষকে। কিন্তু তার আর পুনরাবৃত্তি চাইছেন না কর্তৃপক্ষ। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘শুধু এক বার তালিকা তৈরি করেই এই কাজ থেমে থাকবে না। ক্রমাগত সে তালিকার সংশোধন ও পরিমার্জনার কাজও করা হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন