Bomb Threat in Plane

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! ফের ইন্ডিগো বিমানে বোমা রাখার দাবি জানিয়ে ফোন

এই নিয়ে চলতি মাসে দু’বার বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এল। গত ৬ মে মুম্বই বিমানবন্দরেও একই ফোন আসে। সেই উড়ো ফোনে দাবি করা হয়, চণ্ডীগড় থেকে আসা ইন্ডিগোর বিমানে বোমা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৮:১২
Share:

কলকাতা থেকে মুম্বইগামী বিমানে বোমাতঙ্ক। ছবি: পিটিআই।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মঙ্গলবার ইন্ডিগোর একটি বিমানে বোমা রাখা আছে দাবি করে ফোন আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ। সেই ফোন পাওয়ার পরই তৎপরতা লক্ষ করা যায়। তড়িঘড়ি সংশ্লিষ্ট ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। জারি সতর্কতাও।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর ৬ই৫২২৭ নম্বর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমানটি ছাড়ার কথা ছিল। মুম্বইয়ে পৌঁছোনোর সময় বিকেল ৪টে ২০-তে। বিমানবন্দরের এক কর্তার কথায়, ‘‘যাত্রীরা বিমানে ওঠার সময়ই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিমানবন্দরে ফোন করে বোমা থাকার কথা জানান। সঙ্গে সঙ্গে ওই বিমানে থাকা ১৯৫ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন অংশে নিয়ে যাওয়া হয়। পরে তার মধ্যে তল্লাশি করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।’’

এই নিয়ে চলতি মাসে দু’বার বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এল। গত ৬ মে মুম্বই বিমানবন্দরেও একই ফোন আসে। সেই উড়ো ফোনে দাবি করা হয়, চণ্ডীগঢ় থেকে আসা ইন্ডিগোর বিমানে বোমা রয়েছে। পরে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Advertisement

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর থেকেই গোটা দেশে উত্তেজনা বেড়েছে। সেই হামলার প্রত্যাঘাত হিসাবে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, ভারতের আকাশসীমা পার না করেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। তার পর থেকেই সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয় গোলাবর্ষণ। আকাশপথে হামলা, পাল্টা হামলা চলে। তবে গত শনিবার দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়। সেই আবহেই কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement