Blood Donation

রক্ত-সঙ্কট কাটাতে রক্তদান করবে পুলিশ

করোনার সংক্রমণের আশঙ্কায় রাজ্যের কোথাও কয়েক সপ্তাহ ধরে রক্তদান শিবিরের আয়োজন হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ০৩:৫৬
Share:

প্রতীকী ছবি।

লকডাউন এবং করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ রয়েছে রক্তদান শিবির। আর তাতেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে রক্তসঙ্কট। সেই সঙ্কট কমাতে সচেষ্ট হল রাজ্য এবং কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, আজ, বুধবার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে কলকাতা পুলিশের রক্তদান শিবির। গোটা মাস (রবিবার বাদে) জুড়ে কলকাতা পুলিশের ৩০টি ইউনিট এবং ডিভিশনের তরফে ওই রক্তদানের আয়োজন করা হবে। প্রতিদিন বিকেলে একটি করে ইউনিট ওই রক্তদানের আয়োজন করবে। কম করে প্রতিদিন ৬০ জন পুলিশকর্মীকে রক্তদান করতে বলা হয়েছে লালবাজারের নির্দেশিকায়।

Advertisement

করোনার সংক্রমণের আশঙ্কায় রাজ্যের কোথাও কয়েক সপ্তাহ ধরে রক্তদান শিবিরের আয়োজন হয়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকর্মীদের রক্তদান শিবিরের আয়োজন করতে বলেছিলেন।

লালবাজারের মতো উত্তর ২৪ পরগনা বারাসত জেলা পুলিশের তরফেও রক্ত-সঙ্কট মেটাতে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। মঙ্গলবার ওই শিবিরে বাহিনীকে উৎসাহ দিতে রক্ত দিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা।

Advertisement

শিবিরের আয়োজন করা হলেও করোনা-সংক্রমণ ঠেকাতে বিধি-নিষেধ মেনে চলতে বলা হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকদের। যাঁরা রক্তদান করবেন, তাঁদের গাড়িতে নেতাজি ইন্ডোরে নিয়ে আসার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। রক্তদানের সময়েও যাতে সেই দূরত্ব বজায় থাকে বা এলাকা যাতে জীবাণুমুক্ত করা হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন