Transport Department

রঙ বদলে নীল-সাদা হচ্ছে কলকাতার অটো!

নবান্ন সূত্রে খবর, অটোর রং হলুদ-সবুজ থেকে বদলে নীল-সাদা করার পরিকল্পনা করছে রাজ্য পরিবহণ দফতর। এই নিয়ে আগামী সপ্তাহে একটি সরকারি ঘোষণা করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ১৮:৪৮
Share:

প্রতীকী চিত্র।

সরকারি বাস আগেই লাল থেকে নীল হয়েছে। সরকারি অফিসের রং বহুদিন নীল-সাদা। রাস্তাতেও যত্রতত্র এখন চোখে পড়ে নীল-সাদা সজ্জা। তার সঙ্গে সঙ্গতি রেখেই এ বার বদলাচ্ছে অটোর রং-ও।

Advertisement

নবান্ন সূত্রে খবর, অটোর রং হলুদ-সবুজ থেকে বদলে নীল-সাদা করার পরিকল্পনা করছে রাজ্য পরিবহণ দফতর। এই নিয়ে আগামী সপ্তাহে একটি সরকারি ঘোষণা করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্যে নারাজ পরিবহণ দফতরের কর্তাব্যক্তিরা।

এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অটো ইউনিয়ন ও চালক সংগঠনগুলির সঙ্গে কথা বলার পরই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে সূত্রের খবর। তবে নতুন করে অটো রং করানোর জন্য মালিক বা চালক, কাউকেই কোনও ভর্তুকি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘বন্দুক বের করে লোকটা বলল, এখানেই মেরে দে…’

কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement