দেশের সেরা হয়ে বিশ্বের সেরা দশে কলকাতা

কলকাতার এই সাফল্য প্রসঙ্গে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি চেয়েছিলেন। তাঁর অনুপ্রেরণায় এটা করতে পেরেছি আমরা। তাতেই এই সাফল্য। তবে জনগণের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০১:১৯
Share:

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের সেরা শহরগুলির মধ্যে স্থান পেল কলকাতা। শুক্রবার মেক্সিকোয় বিশ্বের বিভিন্ন শহরের মেয়রদের নিয়ে ‘সি ৪০ মেয়র্স সামিট ২০১৬’য় এই পুরস্কার জিতে নিল এ শহরের পুরসভা।

Advertisement

তিন দিনের এই শীর্ষ সম্মেলনে ভারত থেকে যোগ দিয়েছিল দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরও। সকলকেই পিছনে ফেলেছে কলকাতা। অন্য বিজয়ী শহরগুলির মধ্যে রয়েছে সিডনি, মেলবোর্ন, প্যারিস, কোপেনহেগেন, ইয়োকোহামা, আদ্দিস আবাবা প্রভৃতি। অনুষ্ঠানে বিশ্বের আরও দশটি শহরের সঙ্গে এই শিরোপায় ভূষিত কলকাতা পুরসভার তরফে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর-বিষয়ক সচিব তথা কেএমডিএ-র সিইও ওঙ্কার সিংহ মিনা। তিনি বলেন, ‘‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পে একটা বড় ভূমিকা ছিল কাগজকুড়ানিদের। বাড়ি বাড়ি গিয়ে ১০০ শতাংশ বর্জ্য সংগ্রহ এবং পরে তার ব্যবস্থাপনায় সফল হয়েছি আমরা।’’

কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দফতরের কর্তারা জানান, উন্মুক্ত ভ্যাট থেকে নির্গত দূষিত মিথেন গ্যাস বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। একই সঙ্গে খোলা ভ্যাট দৃশ্যদৃষণের কারণও বটে। সম্প্রতি কম্প্যাক্টর যন্ত্র বসিয়ে কলকাতা পুর-এলাকা থেকে খোলা ভ্যাট তুলে দেওয়া হয়েছে। তার জেরে এই দুই সমস্যা থেকে মুক্তি মিলেছে অনেকটাই।

Advertisement

কলকাতার এই সাফল্য প্রসঙ্গে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি চেয়েছিলেন। তাঁর অনুপ্রেরণায় এটা করতে পেরেছি আমরা। তাতেই এই সাফল্য। তবে জনগণের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন