জীর্ণ বাড়ি বিলে সই করলেন রাজ্যপাল

বিপজ্জনক বাড়ির বিল গত বাজেট অধিবেশনেই পাশ হয়েছিল বিধানসভায়। এ বার রাজ্যপালের স্বাক্ষর হয়ে তা আইনে পরিণত হল। পুরনো কলকাতার বিভিন্ন জায়গায় মাথা তুলে থাকা বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা বেড়েই চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০১:৫৩
Share:

বিপজ্জনক বাড়ির বিল গত বাজেট অধিবেশনেই পাশ হয়েছিল বিধানসভায়। এ বার রাজ্যপালের স্বাক্ষর হয়ে তা আইনে পরিণত হল। পুরনো কলকাতার বিভিন্ন জায়গায় মাথা তুলে থাকা বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা বেড়েই চলছিল। প্রতিবারই পুরসভার জবাব ছিল মানবিকতার কারণে কিছু করা যাচ্ছে না। গত সেপ্টেম্বরে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে এ রকমই একটি বিপজ্জনক বাড়ি ভেঙে দু’জনের মৃত্যু ঘটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার স্থায়ী সমাধানে তৎপর হয় পুর প্রশাসন। এর পর বিপজ্জনক বাড়ি ভেঙে দেওয়ার অধিকার পেতে বিধানসভায় বিল আনে সরকার।

Advertisement

বৃহস্পতিবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, সম্প্রতি রাজ্যপালের সই হয়ে গিয়েছে। ওই আইন মোতাবেক এ বার পুরসভায় বিপজ্জনক বাড়ির স্থায়ী সমাধানে ‘স্কিম’ তৈরি করা হবে। এর জন্য পুরসভায় আইন এবং বিল্ডিং দফতরের অফিসারদের নিয়ে একটি টিম করা হয়েছে। এক জন ডেপুটি ইঞ্জিনিয়ারের নেতৃত্বে থাকবে ওই টিম। আইনে বলা হয়েছে, বিপজ্জনক বাড়ি ভাঙা এবং তা পুনর্গঠনে পুরসভার কাছে নকশার জন্য আবেদন জানাতে হবে। সে সব বিষয়ে নজর রেখেই স্কিম বানানো হবে বলে জানান পুরসভার বিল্ডিং দফতরের এক আধিকারিক। ওই স্কিম বানাতে মাস খানেক সময় লাগবে বলে পুরকর্তাদের ধারণা। মেয়র শোভনবাবু জানান, স্কিম তৈরি হয়ে গেলেই মাস দুয়েকের ভেতরে তা বলবৎ করা হবে শহরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন