সাফাইয়ে দেরি নয়, নির্দেশ

ঠিক সময়ে পুরসভার জঞ্জালের গাড়ি আসে না। কোনও দিন আবার আসেই না। শহরের একাধিক এলাকা থেকে এমন অভিযোগ জমা পড়ছিল কলকাতা পুরসভায়। এ বার তাই নড়ে বসল পুর প্রশাসন। নির্দেশিকা জারি হয়েছে, সকাল ৬টার মধ্যে সাফাইকর্মীদের পুর অফিসে হাজিরা দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০১:৩২
Share:

ঠিক সময়ে পুরসভার জঞ্জালের গাড়ি আসে না। কোনও দিন আবার আসেই না। শহরের একাধিক এলাকা থেকে এমন অভিযোগ জমা পড়ছিল কলকাতা পুরসভায়। এ বার তাই নড়ে বসল পুর প্রশাসন। নির্দেশিকা জারি হয়েছে, সকাল ৬টার মধ্যে সাফাইকর্মীদের পুর অফিসে হাজিরা দিতে হবে।

Advertisement

পুরসভার জঞ্জাল সাফাই কর্মীদের কাজের সময় সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সম্প্রতি ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘ডিউটি’র জন্য সব সাফাইকর্মীকে ঠিক সময়ে হাজিরা দিতে হবে। ফাঁকিবাজ সাফাই কর্মীকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ করবে পুরসভা। কোনও কর্মী মাসে পরপর তিন দিন হাজিরা দিতে দেরি করলে তাঁর এক দিনের ছুটি বাতিল হবে। এক পদস্থ পুর আধিকারিক বলছেন, ‘‘অনেক বাসিন্দাই জঞ্জাল সাফাই নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন যে, বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহে সমস্যা হচ্ছে। তাই এই ব্যবস্থা’’

প্রসঙ্গত, হাওড়ার রাস্তায় কেন আবর্জনা পড়ে থাকছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুর প্রশাসনের বক্তব্য, ওই ঘটনার আগেই কলকাতা পুরসভা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement