Kolkata Metro

দোষীদের শাস্তির দাবিতে শহরে প্রতিবাদ সভা

মঙ্গলবার বিকেলে দমদম মেট্রো স্টেশনের সামনে জমা হওয়া মানুষ অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি দাবি করেন। “ওই পরিস্থিতিতে ওরা হয়তো পুলিশে কোনও অভিযোগ জানাতে পারেনি। তাই বলে, মেট্রো কর্তৃপক্ষ বা পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করবে না? আমরা চাই দোষীদের শাস্তি,” দাবি তোলেন প্রতিবাদে অংশ নেওয়া যুবক তন্ময় বোস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১৯:৫৫
Share:

এই সেই প্রতিবাদ সভা।— নিজস্ব চিত্র।

নীতি পুলিশের দাদাগিরি বরদাস্ত করবে না এই শহর। এই স্লোগান তুলেই সোমবার মেট্রোতে নিগৃহীত তরুণ-তরুণীর পাশে দঁড়িয়ে প্রতিবাদে সামিল হল শহরের মানুষ।

Advertisement

মঙ্গলবার বিকেলে দমদম মেট্রো স্টেশনের সামনে জমা হওয়া মানুষ অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি দাবি করেন। “ওই পরিস্থিতিতে ওরা হয়তো পুলিশে কোনও অভিযোগ জানাতে পারেনি। তাই বলে, মেট্রো কর্তৃপক্ষ বা পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করবে না? আমরা চাই দোষীদের শাস্তি,” দাবি তোলেন প্রতিবাদে অংশ নেওয়া যুবক তন্ময় বোস।

অনেক পথ চলতি মানুষও এই জমায়েতে সামিল হন। তাঁরা এই যুগলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মত আরও অনেক ঘটনা বলেন, যা সত্যি অপ্রত্যাশিত এই শহরের বুকে। কিন্তু মানুষ যে এই খাপ পঞ্চায়েতের নিদান মানবে না, তার স্পষ্ট জানান মিলল এঁদের প্রতিবাদী কণ্ঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement