ডান চোখের দৃষ্টি হারাতে পারে মনীষা

গত ১ এপ্রিল ঝোড়ো হাওয়ায় ইকো পার্কে ‘ট্রাম্পোলিন মিকি মাউস’ রাইডের বেলুন ফেটে জখম হয় ১৩টি শিশু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০১:৫৩
Share:

সেই দুর্ঘটনার ছবি।

ইকো পার্কে জয় রাইড বিপর্যয়ে জখম শিশু মনীষা নায়েকের ডান চোখের স্বাভাবিক দৃষ্টি আর ফিরবে না বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। শিশুটির পরিজনেরা বৃহস্পতিবার জানিয়েছেন, বিশেষ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরে এ কথা বলেছেন চিকিৎসকেরা।

Advertisement

গত ১ এপ্রিল ঝোড়ো হাওয়ায় ইকো পার্কে ‘ট্রাম্পোলিন মিকি মাউস’ রাইডের বেলুন ফেটে জখম হয় ১৩টি শিশু। তার মধ্যে মনীষা, তার ভাই রিয়ান-সহ আরও পাঁচ শিশুর আঘাত গুরুতর হওয়ায় তাদের ই এম বাইপাসের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হিডকো সূত্রের খবর, কংক্রিটের রাস্তায় ডান দিকে কাত হয়ে পড়েছিল মনীষা। আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়ার পরে সাত বছরের মনীষার ডান চোখের সমস্যাটি সামনে আসে।

বুধবার চিকিৎসকেরা মনীষার বাবা সুব্রতবাবুকে জানিয়েছিলেন, ডান চোখের ‘অপটিক নার্ভ’ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। রেটিনা যে দৃশ্য দেখে তা অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়। চোখের মণির পিছনে থাকে এই স্নায়ু। তা ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। মনীষার সেই স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত তা জানতে ‘ভিসুয়ালি ইভোকড পোটেনসিয়াল’ (ভিআইপি) পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ দিন রিপোর্ট হাতে পাওয়ার পরেই স্বাভাবিক দৃষ্টি ফেরার সম্ভাবনা যে ক্ষীণ তা জানান তাঁরা। নিশ্চিত হতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ডাকে বাইরের এক জন চিকিৎসকও এ দিন মনীষাকে দেখেন। তিনিও একই কথা বলেছেন। মনীষার পরিবারের তরফে সৌরভ মুখোপাধ্যায় বলেন, ‘‘রিপোর্ট ভাল নয়। নিয়মিত চিকিৎসায় পরে কখনও দৃষ্টি ফিরলেও, স্বাভাবিক দৃষ্টি ফিরবে না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন