মেট্রোর কাজের জেরে রুদ্ধ নিকাশি

বারবার মেট্রো কর্তৃপক্ষকে বলেও তাঁদের তরফে কোনও সহযোগিতা মিলছে না বলে জানাচ্ছেন পুর কর্তৃপক্ষ। সে কারণেই ওই আবাসনে জল জমেছিল বলে দাবি পুরসভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০২:৪৮
Share:

প্রতীকী ছবি।

আবাসনের ভিতরে জল থইথই। দু’দিন ধরে চেষ্টার পরে অবশেষে সোমবার পরিস্থিতির সামাল দিলেও উদ্বিগ্ন বিধাননগর পুর কর্তৃপক্ষ। পুরসভার দাবি, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ওই জায়গাটি নিয়েছে সংস্থা। অভিযোগ, মেট্রোর কাজের জন্য ওই এলাকায় নিকাশিনালা অবরুদ্ধ হয়ে গিয়েছে। বারবার মেট্রো কর্তৃপক্ষকে বলেও তাঁদের তরফে কোনও সহযোগিতা মিলছে না বলে জানাচ্ছেন পুর কর্তৃপক্ষ। সে কারণেই ওই আবাসনে জল জমেছিল বলে দাবি পুরসভার।

Advertisement

বিধাননগর পুরসভা সূত্রের খবর, সল্টলেকের তিন নম্বর সেক্টরের এফবি ব্লকের একটি আবাসনে জল জমে যাওয়ার খবর বাসিন্দারাই প্রথম দিয়েছিলেন পুরসভাকে। আপাতত জল সরানো হলেও চিন্তা বেড়েছে পুরসভার। কারণ বর্ষা আসন্ন। তাই দ্রুত ওই এলাকার নিকাশি সমস্যা না মেটালে ফের জল জমবে। আর সেই জমা জলে মশার লার্ভা জন্মাবে বলে আশঙ্কা আধিকারিকদের।

পুর কর্তৃপক্ষের অভিযোগ, নালা পরিষ্কার করতে গিয়ে দেখা গিয়েছে, ওই প্রকল্প এলাকার মধ্যে নিকাশির বেশ কয়েকটি পিট রয়েছে। কিন্তু সেগুলো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার একটি পিট পরিষ্কার করা হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পুরকর্মীদের মতে, সিমেন্ট গোলা জল গিয়ে পিটগুলি আটকে দেওয়ায় এই বিপত্তি।

Advertisement

মেয়র পারিষদ (নিকাশি) দেবাশিস জানা জানান, নির্দিষ্ট সময় অন্তর পুর এলাকার নিকাশিনালা সাফাই করা হয়। কিন্তু মেট্রো প্রকল্প এলাকায় থাকা নিকাশির পিট চিহ্নিত করাই মুশকিল। মেট্রো কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও তাঁরা সহযোগিতা করছেন না বলে তাঁর অভিযোগ। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের এক কর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি মেট্রোর কাজে আবাসনের বাসিন্দাদের সমস্যা হয়, তবে তার সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন