Calcutta News

খুন হন মাসুদুর, অভিযোগ বোনের

২০১৫ সালের ২৬ এপ্রিল মারা যান এই বিখ্যাত প্রতিবন্ধী সাঁতারু। সাঁতরে তিনি পার করেছিলেন ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার প্রণালী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০০:৫৮
Share:

—ফাইল চিত্র।

সাঁতারু মাসুদুর রহমান বৈদ্যকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছিল— এমনই অভিযোগ আনলেন তাঁর বোন মাহাজুরা রহমান। মাহাজুরা তিলজলা থানায় এই অভিযোগ করে দাবি করেন, তাঁর দাদাকে খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত ছিলেন মাসুদুরের স্ত্রী সালমা রহমান, সালমার মা ও বাবা জানু বিবি ও মধু ও সলমার ভাই মোজাম্বিল হক। মাহাজুরার অভিযোগ, অভিযুক্তেরা পরিকল্পিত করে মাসুদুরকে খুন করে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করেছেন।

Advertisement

২০১৫ সালের ২৬ এপ্রিল মারা যান এই বিখ্যাত প্রতিবন্ধী সাঁতারু। সাঁতরে তিনি পার করেছিলেন ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার প্রণালী। তদন্তকারী অফিসারের জানান, পরিবারের সঙ্গে কথা বলে তখন জানা গিয়েছিল, ২৬ এপ্রিল অর্থাৎ মৃত্যুর কয়েক দিন আগে থেকেই মাসুদুর অসুস্থ ছিলেন। সেই সময় মাসুদুররের স্ত্রী জানিয়েছিলেন, ২৬ এপ্রিল দুপুরে খাওয়ার পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাসুদুর। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছিল, মাসুদুরের ডায়াবেটিস ছিল। তবে মৃত্যুর তিন বছর পরে নতুন করে অভিযোগ ওঠায় পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement