ভাগাড় নিয়ে মুখ খুললেন মেয়র

ভাগাড়-কাণ্ডের পরে এই প্রথম তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতার মেয়র। এ নিয়ে প্রশ্ন করা হলে মেয়র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০২:২০
Share:

কলকাতার কোনও ভাগাড় থেকে মাংস তুলে আনার ঘটনা ঘটেনি বলে আগেই দাবি করেছিলেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। এ বার মুখ খুললেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বললেন, ‘‘কলকাতার ভাগাড় থেকে মাংস ঢুকেছে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি।’’ তবে অন্য কোথাও থেকে ভাগাড়ের মাংস কলকাতায় ঢুকেছে কি না, তা জানা নেই পুর প্রশাসনের। কারণ, শহরের বিভিন্ন এলাকা থেকে পরীক্ষার জন্য মাংসের যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার কোনওটারই রিপোর্ট এখনও আসেনি।

Advertisement

ভাগাড়-কাণ্ডের পরে এই প্রথম তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতার মেয়র। এ নিয়ে প্রশ্ন করা হলে মেয়র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দিয়েছেন। সারা রাজ্যে ভাগাড় সংক্রান্ত যত অভিযোগ উঠেছে, ওই কমিটিই তা তদন্ত করে দেখছে। যার মাথায় রয়েছেন স্বয়ং মুখ্যসচিব। তাঁরাই পুরোটা দেখছেন।’’ কিন্তু কলকাতা পুরসভা কী ব্যবস্থা নিচ্ছে? জবাবে মেয়র বলেন, ‘‘কলকাতা পুরসভা রাজ্যের বাইরে নয়। তাই যা বলার, যা করার, ওই কমিটিই বুঝবে। তারা যা নির্দেশ দেবে, তা মেনে চলবে পুর প্রশাসনও।’’ ভবিষ্যৎ করণীয় নিয়ে কোনও নির্দেশ পুরসভায় এসেছে কি না জানতে চাইলে শোভনবাবু বলেন, ‘‘এখনও তেমন কিছু আসেনি।’’

ইতিমধ্যেই ভাগাড়-কাণ্ডে সিআইডি তদন্ত শুরু করেছে। কলকাতা পুরসভাও ভেজাল খাবার এবং মাংস ধরতে অভিযান চালাচ্ছে। সিআইডি-র সঙ্গে মাঝেমধ্যে মাংসের নমুনা সংগ্রহে যোগ দিচ্ছেন পুরসভার খাদ্য-সুরক্ষা অফিসারেরাও। ওই কাজ চলবে বলে শুক্রবার জানান পুরকর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন