Model

ছাদ থেকে তরুণী মডেলের ঝাঁপ বেহালায়

এ ক্ষেত্রে পারিবারিক অশান্তি-রাগ-অভিমানই কারণ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ১৫:১১
Share:

প্রতীকী ছবি। সৌজন্যে: শাটারস্টক।

ক’দিন আগে এই কলকাতা শহরে আত্মঘাতী হয়েছিলেন এক উঠতি অভিনেত্রী। এ বার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন শহরের আর এক উঠতি মডেল এবং অভিনেত্রী। আগের ঘটনায় পেশাগত হতাশা আর অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে সুইসাইড নোট লিখেছিলেন অভিনেত্রী। এ ক্ষেত্রে পারিবারিক অশান্তি-রাগ-অভিমানই কারণ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

Advertisement

আত্মহত্যার চেষ্টা করা ওই মডেলের বাড়ি বেহালার এস এন রায় রোডে। শনিবার দুপুরে নিজেদের বাড়ির ছাদ থেকেই ঝাঁপ দেন তিনি। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি।

মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাও চালাচ্ছেন তিনি। দক্ষিণ কলকাতা শহরতলির একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকেন। অভিভাবকরা বেহালা থানার পুলিশকে জানিয়েছেন, বাড়িতে ঝগড়া হওয়ার জন্যই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। তবে মডেল নিজে এখনও কথা বলার মতো অবস্থায় নেই। একটু সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলবে পুলিশ।

Advertisement

আরও পড়ুন, শান্তিতে বাঁচতে চাই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement