রাইডের বিপদ ঠেকাতে পরিকল্পনা ইকো পার্কে

গত ১ এপ্রিল সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে জয় রাইড উড়ে গিয়ে দুর্ঘটনার পরে ইকো পার্কে বিভিন্ন জয় রাইডের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে।

Advertisement

কাজল গুপ্ত

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ০৩:০৩
Share:

কয়েক মিনিটের ঝড়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছিল নিউ টাউনের ইকো পার্কে। ঝড়ে জয় রাই়ড উড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় কয়েকজন শিশু। তাদের মধ্যে তিন বছরের এক শিশুর অবস্থা ছিল সঙ্কটজনক। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার এই ধরনের বিপদের মোকাবিলায় বিশেষ পরিকল্পনা করা হচ্ছে বলে ইকো পার্ক সূত্রের খবর। হিডকো এবং নিউ টাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, ‘‘সব দিক খতিয়ে দেখে পরিকল্পনা তৈরি হবে।’’ তবে কী পরিকল্পনা, তা নিয়ে এখনই সরকারি ভাবে বিশদে কিছু জানানো হয়নি।

Advertisement

গত ১ এপ্রিল সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে জয় রাইড উড়ে গিয়ে দুর্ঘটনার পরে ইকো পার্কে বিভিন্ন জয় রাইডের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগও ওঠে যে, দুর্ঘটনার পরে আহত শিশুদের জন্য সেখানে কোনও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। ফলে নজরদারির ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা সমালোচনার মুখে পড়েছিল। তৈরি হয় তদন্ত কমিটি। তখন থেকেই প্রাকৃতিক দুর্যোগের সময় বিনোদন পার্কে আসা দর্শকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে ইকো পার্কের এই ঘটনা প্রথম নয়। কয়েক বছর আগে সল্টলেকের আরও একটি বিনোদন পার্কের একটি জয় রাইডে বিপত্তি ঘটেছিল। আহত হন কয়েকজন। সম্প্রতি খিদিরপুরের ভূকৈলাস ময়দানে শিবরাত্রির মেলায় ময়ূরপঙ্খী রাইড থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয় এক শিশুকন্যা। প্রতি ক্ষেত্রেই রক্ষণাবেক্ষণ, নজরদারি এবং বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ বাহিনী তৈরি করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

Advertisement

তবে ইকো পার্কের ঘটনার পর এ বার এ ধরনের বিপদ এড়াতে নড়েচড়ে বসেছে প্রশাসন। কী কী ভাবে বিপদ আসতে পারে এবং সে ক্ষেত্রে বিনোদন পার্কে কী পদক্ষেপ করা প্রয়োজন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আগাম আভাস থাকলে সেই সময় বিভিন্ন জয় রাইড বন্ধ রাখা এবং দর্শকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তৈরি রাখার জন্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন বিনোদনমূলক পার্কের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইকো পার্ক-সহ বিভিন্ন বিনোদন পার্কে গত কয়েক বছরে উত্তরোত্তর দর্শকের ভিড় বাড়ছে। সল্টলেকেরই অন্য একটি বিনোদনমূলক পার্কের কর্তৃপক্ষ জানাচ্ছেন, বছরে সেখানে আসেন প্রায় ১২ লক্ষ দর্শক। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ৪৫০ জন কর্মী রয়েছেন। পার্কটির এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, শুধু বাহিনীই রাখাই নয়। নির্দিষ্ট সময় অন্তর দুর্যোগ মোকাবিলা নিয়ে হাতেকলমে পাঠ নেওয়া হয় ওই পার্কের নিরাপত্তা কর্মীদের। নিয়মিত হয় মহড়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন