খুলল সাউথ সিটির ‘নতুন’ আইনক্স

পরিকাঠামোগত উন্নয়নের জন্য গত বছরের ফেব্রুয়ারিতেই বন্ধ হয়ে গিয়েছিল প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই শপিং মলটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০২:১০
Share:

আগের থেকে আরও বড় স্ক্রিন। বসার জন্য উন্নততর ব্যবস্থা। এমনই দাবি নিয়ে সাত মাস পরে সাউথ সিটি মলের আইনক্স খুলল শুক্রবার। আপাতত তিনটে হল খোলা হয়েছে। আগামী মাসে আরও তিনটি হল চালু হবে বলে জানিয়েছেন সাউথ সিটি কর্তৃপক্ষ।

Advertisement

পরিকাঠামোগত উন্নয়নের জন্য গত বছরের ফেব্রুয়ারিতেই বন্ধ হয়ে গিয়েছিল প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই শপিং মলটি। প্রায় ১০০ কোটি টাকা খরচের পরে শপিং মলটির ৮৫ শতাংশ বর্তমানে চালু হয়েছে। খানিকটা বদল হয়েছে ওই শপিং মলের আইনক্সেরও। গত অক্টোবর থেকে বন্ধ ছিল সেটি। কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন আইনক্সে আগের থেকে ২০ শতাংশ বড় স্ক্রিনে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। সাউথ সিটি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মনমোহন বাগড়ি বলেন, ‘‘এই পরিবর্তনের আগে দর্শকেরা কী ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তার জন্য যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম। সেই মতোই পরিবর্তন করা হয়েছে। দর্শকেরা অনেক স্বচ্ছন্দে বসতে পারবেন। সিনেমা দেখার অভিজ্ঞতাই পাল্টে যাবে, এটুকু বলতেই পারি।’’ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী জুন থেকে আইম্যাক্স স্ক্রিনিং-ও শুরু হওয়ার কথা। সে ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তি শুধু কলকাতাতেই নয়, পূর্ব ভারতে প্রথম বার আসতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement