Kolkata News

আন্দামানে গাঁজা পাচার করতে গিয়ে দমদম বিমানবন্দরে ধৃত মহিলা যাত্রী

এ দিন সকালে আন্দামানগামী একটি বেসরকারি সংস্থার উড়ানে অর্চনা গায়েন নামে ৩৮ বছর বয়সী ওই যাত্রীর রেজিস্টার্ড লাগেজ পরীক্ষার সময় সন্দেহ হয় বিমানকর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১৯:৩১
Share:

অর্চনা গায়েন নামে এই মহিলার লাগেজ থেকেই গাঁজা মিলেছে। —নিজস্ব চিত্র।

বিমানে তাঁর লাগেজে ভরে গাঁজা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা। রবিবার দমদমের নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। আটক করা হল ১২ কেজি গাঁজা।

Advertisement

এ দিন সকালে আন্দামানগামী একটি বেসরকারি সংস্থার উড়ানে অর্চনা গায়েন নামে ৩৮ বছর বয়সী ওই যাত্রীর রেজিস্টার্ড লাগেজ পরীক্ষার সময় সন্দেহ হয় বিমানকর্মীদের।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৩৫ মিনিটে ওই বিমানটির পোর্ট ব্লেয়ারের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। সেই বিমানে অর্চনার মালপত্র পরীক্ষা করতে গিয়ে কালো রঙের বেশ কয়েকটি পলিথিন ব্যাগের হদিশ পান বিমানকর্মীরা। লাগেজ স্ক্যানারে সেগুলির হদিশ মেলার পর ডাকা হয় অর্চনাকে।

Advertisement

উদ্ধার হয়েছে মোট ১২ কিলোগ্রাম গাঁজা। —নিজস্ব চিত্র।

তিনি দাবি করেন, কিছু ভেষজ নিয়ে যাচ্ছেন আয়ুর্বেদিক চিকিৎসার প্রয়োজনে। কিন্তু তাতে সন্দেহ কাটেনি বিমানকর্মীদের। তাঁরা খবর দেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর অফিসে। গোয়েন্দারা সেই “ভেষজ”কে পরে গাঁজা হিসাবে শনাক্ত করেন।

আরও পড়ুন: পেন ড্রাইভে বারোশো মহিলার অশালীন ছবি! অভিযুক্ত বেহালার যুবক

অর্চনাকে জেরা করে জানা গিয়েছে, তিন ওই গাঁজা নদিয়ার কৃষ্ণনগর থেকে সংগ্রহ করেছিলেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রঙ্গতে ওই গাঁজা পাচারের কথা ছিল।

আরও পড়ুন: সাত মাসের শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ তরুণীর

অর্চনা জানিয়েছেন, একটি বড় চক্র সক্রিয় যারা গাঁজা সহ বিভিন্ন মাদক আন্দামানে নিয়মিত ভাবে পাচার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement