Kolkata Police

১২৮ কেজি গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার এক, কলকাতার সার্ভে পার্ক এলাকায় গভীর রাতে অভিযান

পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা গাড়ির সিটের নীচ-সহ আলাদা আলাদা জায়গায় এই গাঁজা লুকানো ছিল। পুলিশ সূত্রে খবর, ভিন্‌রাজ্য থেকে এই গাঁজা আমদানি করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১২:২৭
Share:

এই ঘটনায় ইমরান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

গভীর রাতে ১২৮ কেজি গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকার এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে কলকাতা পুলিশের সার্ভে পার্ক থানা এবং নারকোটিকস বিভাগের আধিকারিকেরা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে একটি গাড়ি থেকে এই গাঁজা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা গাড়ির সিটের নীচ-সহ আলাদা আলাদা জায়গায় এই গাঁজা লুকানো ছিল। এই ঘটনায় ইমরান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভিন্‌রাজ্য থেকে এই গাঁজা নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান দক্ষিণ ২৪ পরগনার কোনও নির্দিষ্ট জায়গায় এই গাঁচা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত ইমরানে সঙ্গে আর কে বা কারা এই গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন