Fraud Case

ভুয়ো নথি বানিয়ে ঋণ, ধৃত ২

পুলিশ সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্প্রতি অভিযোগে জানান, অভিযুক্তেরা একটি জমি বন্ধক রেখে প্রায় দু’কোটি টাকা ঋণ নিয়েছিল। প্রথমেকয়েক মাস মাসিক কিস্তি শোধ করলেও পরে তা দেওয়া বন্ধ করে দেয় তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৭:০৬
Share:

ধৃতদের নাম মিজানুর রহমান মণ্ডল এবং রূপনারায়ণ যাদব। —প্রতীকী চিত্র।

ভুয়ো নথি তৈরি করে আগে বিক্রি হওয়া জমি দেখিয়ে ব্যাঙ্ক থেকে প্রায় দু’কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মিজানুর রহমান মণ্ডল এবং রূপনারায়ণ যাদব। মঙ্গলবার তাদের ধরেন কলকাতা পুলিশের ব্যাঙ্ক প্রতারণা দমন শাখার গোয়েন্দারা। ধৃতদের বুধবার আদালত ৪অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্প্রতি অভিযোগে জানান, অভিযুক্তেরা একটি জমি বন্ধক রেখে প্রায় দু’কোটি টাকা ঋণ নিয়েছিল। প্রথমেকয়েক মাস মাসিক কিস্তি শোধ করলেও পরে তা দেওয়া বন্ধ করে দেয় তারা। এর পরেই ব্যাঙ্কের তরফে ওই জমি দখল করতে গেলে জানা যায়, সংশ্লিষ্ট জমিটি দেখিয়ে অভিযুক্তেরা আগে একাধিক বার ঋণ নিয়েছে। শুধু তা-ই নয়, ওই ঋণ শোধ করতে না পারার জন্য অন্যএকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জমিটি নিয়ে বিক্রি করে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন