কালীপুজো-বৈঠক

কালীপুজোর আগে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলা মন্দিরে এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার-সহ লালবাজারের উচ্চপদস্থ কর্তারা, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুরসভার আধিকারিকেরা।

Advertisement
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০১:১৮
Share:

কালীপুজোর আগে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলা মন্দিরে এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার-সহ লালবাজারের উচ্চপদস্থ কর্তারা, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুরসভার আধিকারিকেরা। পুজো কমিটিগুলি পুলিশকর্তাদের কাছে বিসর্জন এক দিন পিছিয়ে দেওয়ার আবেদন করে। ১ নভেম্বর মঙ্গলবার হওয়ায় অনেকেই বুধবার পর্যন্ত বিসর্জনের অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছেন। পুলিশ কমিশনার জানান, এ নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, শব্দবাজি নিয়ে কঠোর হবে প্রশাসন। নিয়ম ভেঙে বাজি ফাটালে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকবে। গত বছরের মতো এ বারেও বিসর্জনের মিছিলে ডিজের ব্যবহার নিষিদ্ধ থাকছে। পুজোর ক’দিন অটো রুটের বদল নিয়ে কয়েকটি পুজো কমিটির আবেদন প্রসঙ্গে রাজীব কুমার তাদের আশ্বাস দিয়ে জানিয়েছেন, ট্রাফিক পুলিশ এই বিষয়টি দেখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement