Digital Arrest in Kolkata

কলকাতার বাসিন্দাকে ডিজিটাল গ্রেফতার করে কোটি টাকার প্রতারণা! নদিয়ার হাঁসখালি থেকে পাকড়াও অভিযুক্তেরা

ধৃতদের থেকে দু’টি মোবাইল, ছ’টি এটিএম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের আটটি পাসবই এবং চেকবই বাজেয়াপ্ত হয়েছে। তাদের কাছ থেকে একটি ‘হার্ডওয়্যার ওয়ালেট’ও বাজেয়াপ্ত হয়েছে। পেনড্রাইভের মতো দেখতে এই যন্ত্রটিতে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড সংরক্ষিত রাখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১১:২২
Share:

বুধবার রাতে নদিয়ায় হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। — প্রতীকী চিত্র।

ডিজিটাল গ্রেফতার করে কোটি টাকার প্রতারণার অভিযোগে এ বার আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। নদিয়ার হাঁসখালি থেকে পাকড়াও করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতদের নাম দেবতনু সরকার এবং সৌরভ বিশ্বাস।

Advertisement

চার মাস আগে কলকাতার নেতাজিনগরের এক বাসিন্দাকে ডিজিটাল গ্রেফতার করে প্রতারকেরা। তাঁর থেকে ১ কোটি ৭৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হল।

অভিযুক্তেরা যে নদিয়ায় রয়েছেন, তা গোপন সূত্র মারফত আগেই জানতে পেরেছিল পুলিশ। সেই সূত্র ধরেই বুধবার রাতে নদিয়ার হাঁসখালি থানা এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। ওই অভিযানেই রাত সাড়ে ৮টা নাগাদ গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। ২৫ বছর বয়সি দেবতনু এবং ২৭ বছর বয়সি সৌরভ, উভয়েই হাঁসখালি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের থেকে দু’টি মোবাইল, ছ’টি এটিএম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের আটটি পাসবই এবং চেকবই বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

তাঁদের কাছ থেকে একটি ‘হার্ডঅয়্যার ওয়ালেট’ও বাজেয়াপ্ত হয়েছে। পেনড্রাইভের মতো দেখতে এই যন্ত্রটিতে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড সংরক্ষিত রাখা যায়। পাশাপাশি ৩,৮০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৪১ হাজার টাকা) মূল্যের ক্রিপ্টোকারেন্সিও বাজেয়াপ্ত হয়েছে। পাওয়া গিয়েছে বেশ কিছু সন্দেহজনক নথিপত্রও। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement