Durga Puja 2025 Guide

পুলিশের পুজো গাইড প্রকাশ

পুজো উপলক্ষে সোমবার আলিপুর পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতা পুলিশের তরফে পুজোর ‘গাইড ম্যাপ’ প্রকাশ করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতি রাখা হচ্ছে বলে আশ্বাস দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। শহরের ট্র্যাফিক সচল রাখার পাশাপাশি মানুষ যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য একাধিক পরিকল্পনাও করা হচ্ছে বলে দাবি তাঁর। পুজোর ক’দিন অতিরিক্ত বাহিনী রাস্তায় থাকবে বলে জানান তিনি।

পুজো উপলক্ষে সোমবার আলিপুর পুলিশ ট্রেনিং স্কুলে কলকাতা পুলিশের তরফে পুজোর ‘গাইড ম্যাপ’ প্রকাশ করা হয়। এ ছাড়া, পথচারীদের ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করতে একটি ‘থিম-সং’ প্রকাশ করা হয়। উৎসবের সময়ে ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা যাতে না বাড়ে, তার জন্য বাড়তি নজর থাকবে বলে পুলিশকর্তারা জানান। অনুষ্ঠানে ‘বন্ধু’ অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপের সাহায্যে শহরের পুজো, মণ্ডপ সংলগ্ন মেট্রো স্টেশন, শৌচালয়, বাস স্ট্যান্ড, স্টেশনের তথ্য জানা যাবে। বাড়িতে বসে এই অ্যাপের মাধ্যমে প্রতিমা দেখাও যাবে।

মানুষের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতেও উদ্যোগী হচ্ছে লালবাজার। জানা গিয়েছে, ১৮টি কিয়স্ক রাখছে কলকাতা পুলিশের সাইবার বিভাগ। সাইবার প্রতারণা আটকাতে কী কী করণীয়, কী ভাবে সতর্ক থাকতে হবে— তা নিয়ে সচেতনতার ব্যবস্থা করা হচ্ছে সেখানে।

এ দিন নগরপাল বলেন, ‘‘পুজোর ক’দিন ট্র্যাফিক আইন বলবৎ ও সাইবার সচেতনতা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। দেশ-বিদেশ থেকে লোকজন আসছেন। আরও আসবেন। আমরা প্রস্তুত। সব ধরনের পরিকল্পনা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বিকল্প ব্যবস্থারও প্রস্তুতি রাখা হচ্ছে আমাদের তরফে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন