Kolkata Theft Case

কলকাতায় ইসকন মন্দির চত্বর থেকে চুরি যাওয়া পিতলের দু’টি গোপাল মূর্তি, গয়না উদ্ধার পুলিশের! চিহ্নিত মহিলা ভক্তও

গত শুক্রবার রাত ৮টা নাগাদ কলকাতায় ইসকন মন্দির চত্বর থেকে চুরি যায় ওই দু’টি গোপাল মূর্তি। মূর্তিগুলির সঙ্গে দু’টি সোনার হারও চুরি যায়। এক একটির ওজন আনুমানিক তিন গ্রাম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:০০
Share:

কলকাতায় ইসকন মন্দির চত্বর থেকে চুরি যাওয়া পিতলের গোপাল মূর্তি-সহ গয়না উদ্ধার করল পুলিশ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতায় ইসকনের মন্দির চত্বর থেকে চুরি যাওয়া পিতলের তৈরি গোপালের মূর্তি উদ্ধার করল পুলিশ। মূর্তিগুলির সঙ্গে ছিল দু’টি সোনার হার। একটি মূর্তিতে রুপোর কোমরবন্ধনীও জড়ানো ছিল। অভিযোগ, গত শুক্রবার ওই দু’টি মূর্তি চুরি করে পালান এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকেই অভিযুক্ত মহিলাকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশি অভিযানে ওই সন্দেহভাজনের বাড়ি থেকেই উদ্ধার হয় দু’টি মূর্তি এবং গয়না।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাত ৮টা নাগাদ কলকাতায় ইসকন মন্দির চত্বর থেকে চুরি যায় ওই দু’টি গোপাল মূর্তি। মূর্তিগুলির সঙ্গে দু’টি সোনার হারও চুরি যায়। এক একটির ওজন আনুমানিক তিন গ্রাম। প্রাথমিক ভাবে ওই অভিযুক্ত মহিলাকে চিনতে পারেননি অভিযোগকারী। সেই রাতেই তিনি শেক্সপিয়র সরণি থানার অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা।

তদন্তের স্বার্থে মেট্রো ভবনে গিয়ে মেট্রো স্টেশনের ফুটেজও খতিয়ে দেখে হয়। ওই ফুটেজ বিশ্লেষণ করে এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৌবাজার এলাকার বাসিন্দা এক মহিলাকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই মহিলাও ইসকনেরই ভক্ত। পরে ওই তদন্তের সূত্র ধরে বৌবাজার থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানেই সন্দেহভাজন মহিলার বাড়ি থেকে এক জোড়া গোপাল মূর্তি উদ্ধার হয়। উদ্ধার হয় মূর্তির সঙ্গে থাকা গয়নাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement