Lal Bazar

বিচার প্রক্রিয়া নিয়ে জানাতে নির্দেশ সব থানাকে

এক পুলিশকর্তা জানান, কলকাতা পুলিশের সব থানার কাছেই ওই রিপোর্ট চাওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৯:১২
Share:

লালবাজার। —ফাইল চিত্র।

কোন কোন দায়রা মামলার (সেশন ট্রায়াল) বিচার প্রক্রিয়া কী অবস্থায় রয়েছে, কোনও অভিযুক্তের জামিন হয়েছে কিনা অথবা জামিন বাতিল হয়েছে কিনা, সে সবের বিস্তারিত তথ্য থানাগুলির কাছে জানতে চাইল লালবাজার। সোমবার লালবাজারের গোয়েন্দা দফতরের ওই নির্দেশে বলা হয়েছে, গত ছ’মাসে আদালতে যে সব দায়রা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তার তদন্তকারী অফিসার কে আছেন, তা জানাতে হবে। ছ’মাসে বিভিন্ন থানার হাতে থাকা দায়রা মামলায় আদালত রায় দিলে তার প্রতিলিপিও পাঠাতে বলা হয়েছে আজ, মঙ্গলবারের মধ্যে।

এক পুলিশকর্তা জানান, কলকাতা পুলিশের সব থানার কাছেই ওই রিপোর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা বিভাগের মামলাগুলির বিচার প্রক্রিয়া নিয়েও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে প্রতিটি মামলার অভিযোগদায়েরের পর থেকে চার্জশিট জমা দেওয়া পর্যন্ত তদন্তকারী অফিসারদের সে দিকে নজর রাখতে বলেছিলেন নগরপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন