Nabanna Abhijan

নবান্ন অভিযানে হাই কোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! মোট পাঁচটি এফআইআর দায়ের করল লালবাজার

নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টি, কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য এবং পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর দায়ের করল লালবাজার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৪:৫৮
Share:

নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি। ছবি: পিটিআই।

নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টি, কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য এবং পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর দায়ের করল লালবাজার। এখনও কাউকেই যদিও গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।

Advertisement

কলকাতা পুলিশ জানিয়েছে, একটি রাজনৈতিক দলের নেতা এবং সমর্থকদের বিরুদ্ধে যে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে, তার মধ্যে চারটি নিউ মার্কেট থানা এবং একটি হেয়ার স্ট্রিট থানায়।

আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা-বাবার ডাকে শনিবার নবান্ন অভিযানের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিকে সমর্থন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বহু বিজেপি কর্মীই সেই মিছিলে যোগ দিয়েছিলেন। কিন্তু পুলিশ আগে জানিয়ে দেয়, তারা মিছিলের অনুমতি দেয়নি। এ-ও জানিয়ে দিয়েছিল, কলকাতায় প্রতিবাদ কর্মসূচি যদি করতেই হয়, তা হলে তা রানি রাসমণি অ্যাভিনিউতে করা যেতে পারে। কিন্তু পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মতলা থেকে মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই মিছিলে নির্যাতিতার মা-বাবা এবং শুভেন্দুও ছিলেন। কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনাও ঘটে।

Advertisement

লালবাজার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ অমান্য করে রানি রাসমণি অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল। তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়াও পুলিশের এক কনস্টেবলকে নির্মম ভাবে মারধর করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সেই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি এফআইআর হয়েছে। এফআইআর হয়েছে হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার ঘটনাতেও।

নিউ মার্কেট থানায় একটি এফআইআর দায়ের হয়েছে এক সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট করা এবং তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগে। আর একটি এফআইআর হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের রাখির স্টলে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement