জেলা সদরে বাম বিক্ষোভ, তিন ঘণ্টা লালবাজারেও

শিল্পের দাবিতে সাম্প্রতিক পদযাত্রায় সাড়া মিলেছে বিপুল। তারই রেশ ধরে রেখে এ বার রাজ্য প্রশাসনকে চাপে রাখতে গোটা বাংলায় সব জেলা সদরের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করছে বামেরা। আইনশৃঙ্খলার অবনতি এবং নৈরাজ্যের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশে ভিড় বাড়িয়ে বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গাও রাখতে চাইছেন বাম নেতৃত্ব।

Advertisement
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ১২:১২
Share:

শিল্পের দাবিতে সাম্প্রতিক পদযাত্রায় সাড়া মিলেছে বিপুল। তারই রেশ ধরে রেখে এ বার রাজ্য প্রশাসনকে চাপে রাখতে গোটা বাংলায় সব জেলা সদরের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করছে বামেরা। আইনশৃঙ্খলার অবনতি এবং নৈরাজ্যের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশে ভিড় বাড়িয়ে বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গাও রাখতে চাইছেন বাম নেতৃত্ব। জেলাগুলির সদর শহরে বৃহস্পতিবার বিক্ষোভ-অবস্থানে ছড়িয়ে থাকবেন বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব।

Advertisement

অন্যান্য জেলার সদরে জেলাশাসকের দফতরের কাছে অবস্থান কর্মসূচি হলেও কলকাতায় সমাবেশ হবে লালবাজারের অদূরে। নামে ‘লালবাজার অভিযান’ হলেও আদতে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন ঘণ্টা অবস্থান চলবে বেন্টিঙ্ক স্ট্রিট ও গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। সেই অবস্থানে উপস্থিত থাকার কথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। থাকবেন কলকাতা জেলা ফ্রন্ট নেতৃত্বও। তার আগে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় সমাবেশ রয়েছে। সেখানেও প্রধান বক্তা বিরোধী দলনেতা সূর্যবাবু। এই জোড়া কর্মসূচির জেরে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ অচল হওয়ার আশঙ্কা।

মধ্য কলকাতায় এই দুই সমাবেশের আগে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের কার্যাল চত্বরের বিক্ষোভ সমাবেশেও থাকবেন সূর্যবাবু। নদিয়ার কৃষ্ণনগরে থাকবেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘পরীক্ষার জন্য ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই মাইক ব্যবহার বন্ধ হয়ে যাবে। তার আগে সেই অর্থে আজই আমাদের শেষ বড় কর্মসূচি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement