ছিঁড়ে পড়ল হাসপাতালের লিফট্‌

চার তলার অপারেশন থিয়েটার থেকে সদ্য অস্ত্রোপচার হওয়া রোগীকে নিয়ে নীচের ওয়ার্ডে নামছিল লিফট্‌। আচমকাই তা ছিঁড়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ১৯:২১
Share:

চার তলার অপারেশন থিয়েটার থেকে সদ্য অস্ত্রোপচার হওয়া রোগীকে নিয়ে নীচের ওয়ার্ডে নামছিল লিফট্‌। আচমকাই তা ছিঁড়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে। হাসপাতাল সূত্রে খবর, নিরাপদ ঘোষ নামে এক ক্যানসার রোগীকে ওই সময়ে নীচে নামানো হচ্ছিল। ঘটনার আকস্মিকতায় আরও অসুস্থ হয়ে পড়েন নিরাপদবাবু। হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই লিফটটি মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছিল। কর্তৃপক্ষকে বার বার জানিয়েও লাভ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement