ফের উত্তপ্ত শাসন, সংঘর্ষে জখম পাঁচ

গত বছরের পঞ্চায়েত ভোটে অশান্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার শাসন-আমডাঙা। ভোট এবং ক্ষমতা দখল ঘিরে আক্ষরিক অর্থেই চলেছিল মৃত্যু-মিছিল। চলতি বছরে সদ্য ঘোষণা হয়েছে লোকসভা ভোটের সূচি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:৫১
Share:

গত বছরের পঞ্চায়েত ভোটে অশান্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার শাসন-আমডাঙা। ভোট এবং ক্ষমতা দখল ঘিরে আক্ষরিক অর্থেই চলেছিল মৃত্যু-মিছিল। চলতি বছরে সদ্য ঘোষণা হয়েছে লোকসভা ভোটের সূচি।

Advertisement

তার পরপরই ফের উত্তপ্ত হয়ে উঠল ওই এলাকা। সোমবার রাতে শাসন থানার দাদপুর গ্রাম পঞ্চায়েতের পাথরা এলাকায় দু’টি গোষ্ঠীর মধ্যে চলে বোমা ও গুলির লড়াই। সংঘর্ষে আহত হন দু’পক্ষের পাঁচ জন। অভিযোগ, তৃণমূলের একটি দলীয় অফিসে ভাঙচুর চালানো হয়। আপাতত গোলমাল থামলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই গোলমাল বলে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন শাসক দলের জেলা নেতৃত্ব।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত ১১টা নাগাদ পাথরায় একটি জমিকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। তা থেকে শুরু হয় বোমাবাজি। গুলিও ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূলের স্থানীয় একটি অফিসে ঢুকে ভাঙচুর চালায় কয়েক জন। ওই অফিস সংলগ্ন একটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

Advertisement

খবর পেয়ে শাসন থানা থেকে পুলিশ গিয়ে গোলমাল থামায়। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা ও পাঁচ রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আহত পাঁচ

জনকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় দু’পক্ষের সাত জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement