কুঠিঘাট থেকে বেলুড়, লঞ্চ চালু

এত দিন পর্যন্ত ওই দু’টি জায়গায় সরাসরি যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল বেসরকারি ভুটভুটি পরিষেবা। এ বার সেখানেই সারা দিন লঞ্চ চলবে বলে জানান রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০১:৫৩
Share:

বরাহনগর কুঠিঘাট থেকে বেলুড় মঠ পর্যন্ত সরাসরি লঞ্চ পরিষেবা চালু করছে রাজ্য ভূতল পরিবহণ নিগম। এত দিন পর্যন্ত ওই দু’টি জায়গায় সরাসরি যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল বেসরকারি ভুটভুটি পরিষেবা। এ বার সেখানেই সারা দিন লঞ্চ চলবে বলে জানান রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকেরা।

Advertisement

রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, অনেক দিন আগেই রামকৃষ্ণ মিশনের তরফে বেলুড় মঠ ও কুঠিঘাটের মধ্যে সরাসরি লঞ্চ পরিষেবা চালু করার প্রস্তাব আসে। বরাহনগরে বিধায়ক তাপস রায়ও এ বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। আগামী ৫ জুন প্রিন্সেপ ঘাট থেকে ওই পরিষেবার সূচনা করা হবে। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ও নির্দেশেই বরাহনগর এবং বেলুড়ের মধ্যে এই লঞ্চ পরিষেবা চালু হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘দু’টি জায়গাই শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত। প্রতিদিন অসংখ্য মানুষ দু’টি জায়গায় আসেন। তাই জলপথে জায়গা দু’টিকে জুড়ে দেওয়া হল।’’

শুক্রবার এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র রাজ্য ভূতল পরিবহণ নিগমের তরফে তুলে দেওয়া হয় বরাহনগরের চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের হাতে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, পরিবহণ দফতর থেকে প্রথম পর্যায়ে একটি বড় ও একটি ছোট লঞ্চ দেওয়া হচ্ছে। ওই দু’টি
লঞ্চই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গঙ্গা পারাপার করবে। বেলুড় এবং বরাহনগরের কুঠিঘাট— দু’টি জায়গাতেই পরিবহণ দফতরের নিজস্ব জেটি রয়েছে। কয়েক দিন আগেই সংস্কার করা হয়েছে কুঠিঘাট জেটিরও।

তাপসবাবু এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রাজ্যের পরিবহণ মন্ত্রী সর্বত্রই জলপথে যোগাযোগ ব্যবস্থাকে প্রসারিত করছেন। এটি তারই
একটি অঙ্গ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন