Kolkata

থমকালো মেট্রো, সিইএসসি-র ইউনিট বসে গিয়ে বিপর্যস্ত কলকাতা

হঠাৎ লোডশেডিংয়ে সাত সকালেই তাল কাটল ব্যস্ত মহানগরীর। অন্ধকারে ডুবল শহরের উত্তর থেকে দক্ষিণ। সুড়ঙ্গের ঘুটঘুটে অন্ধকারে থমকালো মেট্রো। প্রায় ১৫ মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার পর চালু হয় মেট্রো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪০
Share:

হঠাৎ লোডশেডিংয়ে সাত সকালেই তাল কাটল ব্যস্ত মহানগরীর। অন্ধকারে ডুবল শহরের উত্তর থেকে দক্ষিণ। সুড়ঙ্গের ঘুটঘুটে অন্ধকারে থমকালো মেট্রো। প্রায় ১৫ মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার পর চালু হয় মেট্রো।

Advertisement

সূত্রের খবর, সিইএসসি-র বজবজ ইউনিট হঠাৎ বিকল হয়ে যাওয়ার এই ঘটনা ঘটেছে। ঘটনার জেরে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তির্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায়। পাওয়ার ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাহত হয় শহরের মেট্রো পরিষেবাও। ব্যস্ত অফিসটাইমে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিদ্যুত পর্ষদ থেকে জরুরি ভিত্তিতে বিদ্যুত নেয় সিইএসসি।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, “৯:৫৩ থেকে ১০:০৮ পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল। তবে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হওয়ার সময় কিছু মেট্রো সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। পরে এমার্জেন্সি রোল করে সেই মেট্রোগুলি সুড়ঙ্গের মধ্যে থেকে বের করে আনা হয়।” প্রয়োজনে আরও মেট্রো চালিয়ে পরিস্থিতির মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

Advertisement

আরও পড়ুন: পরীক্ষার মরসুমে লোডশেডিং নয়, আশ্বাস সিইএসসি-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement