Mamata Banerjee

মধ্য কলকাতার শর্ট স্ট্রিট এ বার সেন্ট জ়েভিয়ারের নামে, বড়দিনের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেন্ট জ়েভিয়ার্স কলেজের বড়দিনের জমায়েতে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই রাস্তায় নতুন নাম লিখে বোর্ড বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার ‘শর্ট স্ট্রিট’-এর নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষোড়শ শতকের ক্যাথলিক ধর্মযাজকের নামে এই রাস্তা নাম হচ্ছে ‘সেন্ট ফ্রান্সিস জ়েভিয়ার সরণি’। বৃহস্পতিবার সেন্ট জ়েভিয়ার্স কলেজের বড়দিনের জমায়েতে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই রাস্তায় নতুন নাম লিখে বোর্ড বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

সেন্ট জ়েভিয়ার্স কলেজের অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘আমি খুব খুশি যে, সেন্ট জ়েভিয়ারকে শ্রদ্ধা জানিয়ে শর্ট স্ট্রিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সকলে ওঁকে ওঁর কাজের জন্য মনে রাখবেন।’’ এর পরেই মেয়রকে ওই রাস্তায় বোর্ড বসানোর নির্দেশ দেন মমতা।

ষোড়শ শতকে পর্তুগিজ সম্রাটের দূত হয়ে ভারত, জাপানে খ্রিস্ট ধর্মের প্রচার করেছিলেন সেন্ট জ়েভিয়ার। ১৫৪২ সালের মে মাসে পর্তুগিজদের দখলীকৃত গোয়ায় এসেছিলেন তিনি। সেখান থেকেই শুরু করেছিলেন ধর্মপ্রচার। হাজার হাজার মানুষ তাঁর অনুগামী হয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেই সেন্ট জ়েভিয়ারকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নামেই ‘শর্ট স্ট্রিট’-এর নাম রাখা হল।

Advertisement

দিন কয়েক আগে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement