Kolkata News

গুজরাতে বিহারি খেদাও, অসমে বাঙালি হত্যা অশুভ সঙ্কেত: মমতা

বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়ায় পাঁচ জন নিরীহ যুবককে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর একটি জায়গায় পর পর গুলি করে মারে জঙ্গিরা। ওই ঘটনার পরপরই ফেসবুক পোস্টে নিন্দায় সরব হন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ২১:০৯
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

তিনসুকিয়ার ঘটনার নিন্দায় ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার গিরীশ পার্কে একটি কালী পুজোর উদ্বোধনে গিয়ে মমতা বলেন, ‘‘গুজরাতে বিহারি খেদাও, অসমে বাঙালি হত্যা, সারা দেশ জুড়ে এখন এই অশুভ সঙ্কেত দেখা দিয়েছে। আগে এই পরিবেশ ছিল না।’’

Advertisement

বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়ায় পাঁচ জন নিরীহ যুবককে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর ধলা এলাকায় ওই যুবকদের পর পর গুলি করে মারে জঙ্গিরা। ওই ঘটনার পরপরই ফেসবুক পোস্টে নিন্দায় সরব হন মমতা।

এ দিন মমতা বলেন, ‘‘নিরীহ অসহায় মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অসমের তিনসুকিয়ায়। এই বর্বরোচিত ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’’

Advertisement

আরও পড়ুন- ‘তিনসুকিয়ার ঘটনায় আমাদের রক্তে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে’​

আরও পড়ুন- অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা, সন্দেহে আলফা জঙ্গিরা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন