Phoolbagan

পানশালায় প্রেমিকাকে উত্ত্যক্ত করছিলেন যুবকেরা, বেধড়ক মার খেলেন প্রেমিকও! বড়দিনের রাতে উত্তপ্ত ফুলবাগান

অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেমিকাকে উত্ত্যক্ত করছিল একদল যুবক। বেধড়ক মারধর করা হল তাঁর প্রেমিককেও! বড়দিনের রাতে খাস কলকাতায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ।

Advertisement

বড়দিনের রাতে প্রেমিকাকে নিয়ে স্বভূমির কাছে একটি পানশালায় গিয়েছিলেন এক যুবক। সঙ্গে ছিলেন আরও এক যুগল। আনন্দপুরের ভিআইপি নগরের বাসিন্দা ওই যুবক এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তাঁর প্রেমিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অভিযোগ, পানশালায় ঢোকার পর থেকেই কয়েক জন যুবক তাঁর প্রেমিকাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। তরুণীকে লক্ষ্য করে ক্রমাগত কটূক্তি চলতে থাকে। প্রথমে কিছু না বললেও এক পর্যায়ে প্রতিবাদ করতে এগিয়ে যান ওই যুবক। কিন্তু কিছু বলার আগেই পানশালা থেকে বেরিয়ে যান অভিযুক্ত যুবকেরা।

ইতিমধ্যে প্রায় ভোর হয়ে যাওয়ায় আক্রান্ত যুবক ও তাঁর সঙ্গীরা পানশালা থেকে বেরোনোর তোড়জোড় করেন। গেট থেকে বেরোতেই দেখেন, তখনও ওই যুবকেরা দাঁড়িয়ে রয়েছেন। অভিযোগকারীর দাবি, কিছু বলার আগে উল্টে তাঁকেই মারধর করতে শুরু করে দেন তাঁরা। পাথর দিয়ে আঘাত করে মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রথমে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান ওই যুবক। পরে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পরেই ফুলবাগান থানায় গিয়ে প্রীতম যাদব ও ববি বাল্মীকি নামে দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক।

Advertisement

অভিযোগকারীর কথায়, ‘‘পাবের বাইরে বাউন্সারও ছিলেন, কিন্তু এ রকম ঘটনা ঘটতে দেখেও কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি।’’ অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement