এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। মেট্রো স্টেশন সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বছর ৩৮-এর অভিযুক্ত যুবক হুগলির চণ্ডীতলার বাসিন্দা। গত মঙ্গলবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে এক তরুণীর সঙ্গে তাঁর ধাক্কা লাগে। ২২-২৩ বছরের ওই তরুণীর অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে যুবক তাঁর বুক স্পর্শ করেন। তার পর তাঁকে ধরার চেষ্টা করা হলে হাত ছাড়িয়ে পালিয়ে যান। দক্ষিণেশ্বর থানায় মঙ্গলবারই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করে আগে মেট্রো স্টেশনের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে দেখে পুলিশ। সেখান থেকে যুবককে শনাক্ত করা হয়।
ধৃত যুবক শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ইচ্ছাকৃত ভাবে কিছু করেননি। তাড়া ছিল। জোরে হাঁটতে গিয়ে তরুণীর সঙ্গে তাই ধাক্কা লেগে যায়। ইচ্ছাকৃত ভাবে তিনি তরুণীকে ধাক্কা দিয়েছিলেন কি না, ওই সময় ঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
বুধবার কলকাতার এসএসকেএম হাসপাতালে কিশোরী রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ‘ডাক্তার’ বলে নিজের পরিচয় দিয়ে কিশোরীকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। সেখানে তার শ্লীলতাহানি করা হয়। কিশোরীর চিৎকারে লোকজন ছুটে এলে যুবক ধরা পড়ে যান। তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তার মাঝেই কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে শ্লীলতাহানির ঘটনা ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।