North Kolkata Incident

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ, উত্তর কলকাতার মিষ্টির দোকানে গোলমালের ঘটনায় ধৃত এক

ঘটনাটি ঘটেছে, উত্তর কলকাতার গিরিশ পার্কের জোড়াবাগান থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ জোড়াবাগান থানায় ওই গোলমালের ঘটনার খবর আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ২২:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তর কলকাতার এক নামকরা মিষ্টির দোকানে দুই সহকর্মীর মধ্যে গোলমালের ঘটনা গড়াল রক্তারক্তিতে। অভিযোগ, ওই মিষ্টির দোকানের এক প্রৌঢ় কর্মচারীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারেন তাঁর এক সহকর্মী। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে গোলমাল? কেন ওই প্রৌঢ়ের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

ঘটনাটি ঘটেছে, উত্তর কলকাতার গিরিশ পার্কের জোড়াবাগান থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ জোড়াবাগান থানায় ওই গোলমালের ঘটনার খবর আসে। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে জানা গিয়েছে, আক্রান্তের নাম রবীন রুদ্র। পূর্ব বর্ধমানের বাসিন্দা তিনি। কর্মসূত্রে থাকতেন কলকাতাতেই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রবীনের গলায় ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপ মেরেছেন তাঁরই সহকর্মী গৌতম প্রধান।

Advertisement

পুরনো কোনও শত্রুতা না কি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত গৌতমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু তা-ই নয়, দোকানের অন্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement