পোস্তর খোসা নিয়ে ধৃত পোস্তায়

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জুবিন আনসারি ও মহম্মদ জাবিন। দু’জনেই রাঁচীর বাসিন্দা। তবে গাড়িটি চালক পলাতক। ধৃতদের সোমবার আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০২:৫১
Share:

—প্রতীকী চিত্র।

গাড়িতে করে পোস্তর খোসা নিয়ে দুই যুবক আসবে কলকাতায়। তেমনই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো রবিবার সকাল থেকে চলছিল তল্লাশি। অবশেষে বিকেলে পোস্তার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের একটি পার্কিং লটে হানা দিয়ে কলকাতা পুলিশের বন্দর বিভাগের বিশেষ গোয়েন্দারা গ্রেফতার করলেন দুই অভিযুক্তকে। অভিযোগ, তারা বেআইনি ভাবে অতিরিক্ত পোস্তর খোসা পাচার করছিল। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২৮৫ কেজি পোস্তর খোসা। গরম জলে এই খোসা ভিজিয়ে সেই জল খেলে নেশা হয়। আটক হওয়া পোস্তর খোসার দাম কেজি প্রতি প্রায় পাঁচ হাজার টাকা বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জুবিন আনসারি ও মহম্মদ জাবিন। দু’জনেই রাঁচীর বাসিন্দা। তবে গাড়িটি চালক পলাতক। ধৃতদের সোমবার আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়।

গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতেরা ঝাড়খণ্ডের এক মাদক ব্যবসায়ীর থেকে ওই পোস্তর খোসা সংগ্রহ করে কলকাতায় পৌঁছতে এসেছিল। তবে রবিবারই প্রথম নয়, আগেও শহরে এই মাদক সরবরাহ করেছে বলে জেরায় জানিয়েছে ধৃতেরা। কোথায় কোথায় ওই পোস্তর খোসা সরবরাহ করা হয়েছে? পুলিশের দাবি, ধৃতেরা জেরায় কলকাতার কয়েক জনের নাম বলেছে যাদের কাছে নিয়মিত পৌঁছে যেত ওই পোস্তর খোসা। বছরখানেক আগে পোস্তার একটি দোকানে হানা দিয়ে প্রায় ৭০০ কেজি পোস্তর খোসা বাজেয়াপ্ত করেছিলেন গোয়েন্দারা। ওই দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল আবগারি দফতর।

Advertisement

গোয়েন্দা সূত্রের খবর, খোলা বাজারে আফিম বিক্রি করা যায় না। তার পরিবর্তে পোস্তর খোসা বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হয়। কিন্তু সেটাও দশ কেজির বেশি মজুত বা বিক্রি করা যায় না। পুলিশের দাবি, সেই সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী পোস্তর খোসা নিয়ে বেআইনি ব্যবসা ফেঁদে বসেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন