— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়িতে ঢুকে বান্ধবীকে এলোপাথাড়ি কোপালেন যুবক। তার পর চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন নিজেও। মঙ্গলবার দুপুরে খাস কলকাতার পোস্তা এলাকায় ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, ওই মহিলাও গুরুতর জখম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভিকি শর্মা। আক্রান্ত মহিলার নাম শিখা সিংহ। দু’জনেরই বয়স চল্লিশের গোড়ায়। শিখার স্বামী আগেই মারা গিয়েছেন। পোস্তা থানা এলাকার শিবঠাকুর লেনে দুই ছেলেমেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ওই যুবতী। টুকটাক সেলাই, শাড়িতে ফল্স-পিকো বসানো— ইত্যাদি কাজ করতেন। স্থানীয় সূত্রে খবর, স্বামী বেঁচে থাকাকালীন ভিকির সঙ্গে পরিচয় হয় শিখার। তাঁদের বাড়িতেও দু’-একবার ভিকিকে যেতে দেখেছিলেন প্রতিবেশীরা। কিন্তু যুবতীর সঙ্গে তাঁর কেমন সম্পর্ক ছিল, তা জানতেন না কেউই।
গত কয়েক দিন ধরে স্থানীয়েরা দেখছিলেন, শিখার বাড়ির পাশ দিয়ে যাতায়াতের পথে মহিলার উদ্দেশে নানা কুমন্তব্য করে চলে যেতেন ভিকি। কিন্তু বাড়িতে ঢুকতেন না। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ যখন শিখার ছেলেমেয়ে স্কুলে গিয়েছিল, সে সময় আচমকা তাঁদের ঘরে ঢুকে পড়েন ভিকি। সে সময় ঘরে একা ছিলেন ওই মহিলা। তখনই ভিকি তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন বলে অভিযোগ। তার পর চারতলা থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তত ক্ষণে অবশ্য ভিকির মৃত্যু হয়েছে। কেন ওই যুবক এমন ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অপরাধে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।