দুর্ঘটনায় মৃত্যু

বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ওই বাসেরই এক যাত্রীর। সোমবার, হাওড়া ব্রিজের কাছে জিআর রোডের ঘটনা। পুলিশ জানায়, নেতাজি পার্কের সামনে একটি বাস থেকে নামার সময়ে পা পিছলে পড়ে যান অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়া। স্থানীয় সূত্রে খবর, তখনই বাসটির পিছনের চাকা ওই প্রৌঢ়াকে পিষে দিয়ে চলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০১:১০
Share:

বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ওই বাসেরই এক যাত্রীর। সোমবার, হাওড়া ব্রিজের কাছে জিআর রোডের ঘটনা। পুলিশ জানায়, নেতাজি পার্কের সামনে একটি বাস থেকে নামার সময়ে পা পিছলে পড়ে যান অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়া। স্থানীয় সূত্রে খবর, তখনই বাসটির পিছনের চাকা ওই প্রৌঢ়াকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতার কাছে ৫৪ নম্বর রুটের বাসের টিকিট পাওয়া গিয়েছে। বাসটির খোঁজ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement