জমি নিয়ে বিবাদ, ‘খুন’ কাকা 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বদনের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর ভাইপো রবীন মণ্ডলের। বুধবারও দু’পক্ষে বচসা শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০২:৫৫
Share:

—প্রতীকী ছবি

জমি নিয়ে বিবাদের জেরে কাকাকে খুন করার অভিযোগ উঠল তিন ভাইপোর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটায় সিফলতলা গ্রামে। মৃতের নাম বদন মণ্ডল (৪৪)। তাঁর স্ত্রী সোনালি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বদনের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর ভাইপো রবীন মণ্ডলের। বুধবারও দু’পক্ষে বচসা শুরু হয়। অভিযোগ, সে সময়ে আচমকাই রবীন ও তার দুই ভাই প্রসেনজিৎ এবং মিঠুন বাঁশ দিয়ে বদনকে মারধর করে। ওই ব্যক্তি কিছু দিন যাবৎ অসুস্থ ছিলেন। মারের চোটে তিনি অচৈতন্য হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ পৌঁছে বদনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তকারীরা জানিয়েছেন, বদনদের পৈতৃক কয়েক বিঘা জমি রয়েছে। রয়েছে ভেড়িও। মূলত বদনরাই চাষ-আবাদ করেন। ওই পৈতৃক জমির ভাগ নিয়েই ভাইপোদের সঙ্গে তাঁর অশান্তি চলছিল। ভেড়ির মাছ বিক্রির টাকার ভাগ নিয়েও মাঝেমধ্যে বচসা হত তাঁদের মধ্যে। অভিযুক্ত তিন জনের খোঁজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন