অনশনকারীদের পাশে মানস

আগেই তিনি সহমর্মিতা জানিয়েছিলেন। এ বার মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের অনশনমঞ্চে উপস্থিত হলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় এনে প্রয়োজনীয় প্রশিক্ষণ পাওয়ার দাবিতে অনশন করছেন ওই শিক্ষকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ২০:২৩
Share:

আগেই তিনি সহমর্মিতা জানিয়েছিলেন। এ বার মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের অনশনমঞ্চে উপস্থিত হলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় এনে প্রয়োজনীয় প্রশিক্ষণ পাওয়ার দাবিতে অনশন করছেন ওই শিক্ষকরা। মুসলিম ইনস্টিটিউটের সামনে অনশনকারীদের সঙ্গে দেখা করার পরে মানসবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে মাদ্রাসা দফতরের দায়িত্বে। ১৭ দিন ধরে অনশন চলছে। অথচ উনি একবারের জন্যও খোঁজ নিলেন না অনশনকারীদের! মুখ্যমন্ত্রী ওঁদের দাবি পূরণের ব্যবস্থা অবিলম্বে করুন, এটাই চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন