বৃষ্টিতে উপড়ে গেল গাছ, আহত এক

বুধবার রাত থেকে ভারী বৃষ্টিতে মাটি আলগা হয়ে শহরে বেশ কয়েকটি গাছ উপড়ে রাস্তার উপরে পড়ে যায়। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই দিন স্ট্র্যান্ড রোডে মিলেনিয়াম পার্কের কাছে এবং নজরুল মঞ্চের কাছে একটি গাছ পড়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ১৫:১২
Share:

—নিজস্ব চিত্র।

বুধবার রাত থেকে ভারী বৃষ্টিতে মাটি আলগা হয়ে শহরে বেশ কয়েকটি গাছ উপড়ে রাস্তার উপরে পড়ে যায়। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Advertisement

ওই দিন স্ট্র্যান্ড রোডে মিলেনিয়াম পার্কের কাছে এবং নজরুল মঞ্চের কাছে একটি গাছ পড়ে যায়। অন্য দিকে, বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে ফুটপাথ সংলগ্ন একটি গাছ রাস্তার উপরে পড়ে যায়। একটি ট্যাক্সি-সহ তিনটি গাড়ি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। গাছটি গাড়ি তিনটির উপরে পড়ে যাওয়ায় গাড়ি তিনটি ক্ষতিগ্রস্ত হয়। দু’টি ট্যাক্সি ফাঁকা থাকলেও একটির ভিতরে সে সময় চালক উপস্থিত ছিলেন। গুরুতর জখম অবস্থায় তিনি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement