State news

ভয়াবহ আগুন গুদামে, পৌঁছেছে ২২টি ইঞ্জিন

দমকল সূত্রে খবর, আর্মেনিয়ান ফেরিঘাট লাগোয়া ওই রঙের গুদামটি। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হঠাৎ সেই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় এক ব্যবসায়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ২২:০০
Share:

জ্বলছে গুদাম। —নিজস্ব চিত্র।

ভয়াবহ আগুন লেগেছে হাওড়া ব্রিজের কাছে একটি গুদামে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২২টি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

Advertisement

দমকল সূত্রে খবর, আর্মেনিয়ান ফেরিঘাট লাগোয়া ওই রঙের গুদামটি। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হঠাৎ সেই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় এক ব্যবসায়ী। তার কিছু ক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু পাশাপাশি অনেকগুলি গুদাম থাকায় এবং প্রত্যেকটির মধ্যে প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তার উপর দোসর গঙ্গা। গঙ্গার হাওয়ায় আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে এবং এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানান দমকলের এক কর্মী।

আরও পড়ুন: নোটবন্দি ফেল মেরেছে? আপনি তবে দেশদ্রোহী!

Advertisement

ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার রাজীব কুমার সহ কলকাতা পুলিশের একাধিক ডিসিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement