Calcutta News

ময়দানের ২০তলা বাড়ির আগুন নিভল ৫ ঘণ্টা পর

কুড়িতলা ওই বহুতলের সতেরোতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিস রয়েছে। ওই বহুতলে অফিস ছাড়া রয়েছে বহু ফ্ল্যাটও। দমকল সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির সার্ভার রুমেই প্রথমে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আরও দু’টি তলায়। আগুনের কবলে পড়ে ওই বহুতলের জানলার কাচ ভেঙে পড়তে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১১:৪১
Share:

আগুনের গ্রাসে বহুতল। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

শহরের কেন্দ্রস্থলে ময়দান সংলগ্ন এলাকায় এক বহুতলে ভয়াবহ আগুন লাগল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জওহরলাল নেহরু রোডের জীবনসুধা বিল্ডিংয়ের সতেরোতলায় আগুন লাগে। ঘটনার ঘণ্টা পাঁচেক পর তা নিয়ন্ত্রণে আসে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। সেই সঙ্গে আগুন নেভানোর কাজে লাগে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়।

কুড়িতলা ওই বহুতলের সতেরোতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিস রয়েছে। ওই বহুতলে অফিস ছাড়া রয়েছে বহু ফ্ল্যাটও। দমকল সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির সার্ভার রুমেই প্রথমে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আরও দু’টি তলায়। আগুনের কবলে পড়ে ওই বহুতলের জানলার কাচ ভেঙে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। বহুতলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ষাট ভাগই ডেঙ্গ২, আরও আক্রমণাত্মক, মত নাইসেডের

ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, সাতসকালে অফিসের সার্ভার রুম থেকে কালো ধোঁয়া বেরতে দেখে সেখানে ছুটে যান তাঁরা। গোটা রুমটিই তখন আগুনের গ্রাসে চলে গিয়েছে। তাঁরাই প্রথমে দমকলে খবর দেন। ঘটনাস্থলে ছুটে যান শেক্সপিয়র সরণির থানার পুলিশকর্মীরাও। দমকলের কর্মীরা হাইড্রোলিক ল্যাডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর পর দুপুর ৩টে নাগাদ আগুণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। পুলিশ জানিয়েছে, ধোঁয়ার তাদের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। ওই অফিসের সার্ভার রুমের যাবতীয় নথিপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। নষ্ট হয়েছে বেশ কয়েকটি কম্পিউটার। দীপাবলি উপলক্ষে ওই বহুতলের অফিস ছুটি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

জওহরলাল নেহরু রোডের বহুতল এ ভাবেই জ্বলল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন