Firhad Hakim

জঞ্জাল সাফাইয়ে বাধা প্রোমোটারের, ক্ষুব্ধ মেয়র

মেয়র নিজেই জানান, এক শ্রেণির অসাধু প্রোমোটার জঞ্জাল সাফাইয়ের কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ০২:১১
Share:

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র

পুকুর বুজিয়ে বহুতল তৈরির জন্য এক শ্রেণির প্রোমোটার রাস্তার জঞ্জাল সাফাইয়ের কাজে বাধা দিচ্ছেন। এমনই মন্তব্য করলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেটিয়াবুরুজের এক বাসিন্দা অভিযোগ করেন এলাকায় জঞ্জাল জমে থাকা নিয়ে। অভিযোগ, পুরসভার ১৩৯, ১৪০ ওয়ার্ডের আক্রা ফটক এলাকায় জঞ্জাল জমে থাকে। পরিষ্কার হয় না। এর পরে মেয়র জঞ্জাল অপসারণ দফতরের ডিজিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Advertisement

কেন ওই এলাকায় জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে না? সেখানে তো পুরসভার জঞ্জাল অপসারণ দফতরের সাফাইকর্মী রয়েছে।

মেয়র নিজেই জানান, এক শ্রেণির অসাধু প্রোমোটার জঞ্জাল সাফাইয়ের কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই এলাকায় এক কাঠা জমির দাম প্রায় দেড় কোটি টাকা। তাই সেখানে পুকুর বুজিয়ে জমি বিক্রির চক্র কাজ করছে। ডিজিকে মেয়র বলেন, ‘‘কাউকে ছাড়বেন না। সাফাইয়ের কাজে কেউ বাধা দিলে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করুন।’’ তিনি আরও বলেন, ‘‘ওই সব এলাকার বাসিন্দারাও জঞ্জাল সাফাই নিয়ে ততটা সচেতন নন। তাঁদেরও সচেতন করতে হবে।’’

Advertisement

১২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী বর্মণ অভিযোগ করেন, পূর্বাচল পাড়ায় তাঁর বাড়ির সামনে ছয় ফুটের রাস্তায় জল ঢুকে থাকে। মেয়র দ্রুত তা দেখার নির্দেশ দেন অফিসারদের। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এ দিন নর্দার্ন অ্যাভিনিউয়ের এক বাসিন্দা তাঁর বাড়ির পাশের একটি গলিতে জমে থাকা আবর্জনা পরিষ্কার করানোর আবেদন জানান। তা শুনে মেয়র জানান, এটা পুরসভার কাজ। ওই খবর দেওয়ার জন্য মেয়র ধন্যবাদ জানান ওই বাসিন্দাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন